ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোঃ বেল্লাল হাওলাদার-এর কবিতা “মৃত্যু পথযাত্রী”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / ৭৪৭

মৃত্যু পথযাত্রী
মোঃ বেল্লাল হাওলাদার

ছোট্ট এই জীবনে কত প্রতিশ্রুতি যে পেয়েছি
তার ঠিক হিসেব নেই আজ, কিভাবেই বা থাকবে?
কারো দেওয়া প্রতিশ্রুতি কেহই রাখেনি
দিয়েছে মিথ্যে আশ্বাস আর ছলনার ফুলঝুড়ি।

সবই আজ অপ্রকাশিত কবিতার পংক্তি
চুপচাপ নিরবে ঝংকার তোলে বাম পাজরে,
যা আমি ছাড়া কেউ কোনোদিন শোনেনি
কেউ কোনোদিন বুঝেনি, বুঝতে চায়নি।

এমনকি প্রিয়তমাও রাখেনি তার প্রতিশ্রুতি
সে বলেছিলো আমাকে না পেলে মরেই যাবে,
অথচ সে আজও দিব্যি বেঁচে আছে আমাকে ছাড়া
আনন্দ আর উল্লাসে বয়ে চলছে তার প্রতিটি প্রহর।

বরং আমি দিন দিন মরে যাচ্ছি ছলনার নীল বিষে
ক্ষত বিক্ষত হৃদয়ে তবু ভেসে ওঠে চিরচেনা নাম,
চলার পথে মাঝেমাঝে তাকে দেখে লজ্জাবোধ হয়
সংকোচবোধ হয়, বিরক্তি আসে না কখনো।

ক্ষমা করে দিয়েছি তাকে, ভুলে গেছি মিথ্যে প্ররোচনা
শুধু নিজেকে আড়াল করে রাখি সবার থেকে,
এখন আর কাউকে বিশ্বাস হয়না, বিশ্বাস করিনা
নীরব-নিথর বয়ে চলি যেন এক মৃত্যু পথযাত্রী।

© লেখকঃ প্রকাশক, ধ্রুববাণী 



নিউজটি শেয়ার করুন








মোঃ বেল্লাল হাওলাদার-এর কবিতা “মৃত্যু পথযাত্রী”

আপডেটের সময় : ০৯:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

মৃত্যু পথযাত্রী
মোঃ বেল্লাল হাওলাদার

ছোট্ট এই জীবনে কত প্রতিশ্রুতি যে পেয়েছি
তার ঠিক হিসেব নেই আজ, কিভাবেই বা থাকবে?
কারো দেওয়া প্রতিশ্রুতি কেহই রাখেনি
দিয়েছে মিথ্যে আশ্বাস আর ছলনার ফুলঝুড়ি।

সবই আজ অপ্রকাশিত কবিতার পংক্তি
চুপচাপ নিরবে ঝংকার তোলে বাম পাজরে,
যা আমি ছাড়া কেউ কোনোদিন শোনেনি
কেউ কোনোদিন বুঝেনি, বুঝতে চায়নি।

এমনকি প্রিয়তমাও রাখেনি তার প্রতিশ্রুতি
সে বলেছিলো আমাকে না পেলে মরেই যাবে,
অথচ সে আজও দিব্যি বেঁচে আছে আমাকে ছাড়া
আনন্দ আর উল্লাসে বয়ে চলছে তার প্রতিটি প্রহর।

বরং আমি দিন দিন মরে যাচ্ছি ছলনার নীল বিষে
ক্ষত বিক্ষত হৃদয়ে তবু ভেসে ওঠে চিরচেনা নাম,
চলার পথে মাঝেমাঝে তাকে দেখে লজ্জাবোধ হয়
সংকোচবোধ হয়, বিরক্তি আসে না কখনো।

ক্ষমা করে দিয়েছি তাকে, ভুলে গেছি মিথ্যে প্ররোচনা
শুধু নিজেকে আড়াল করে রাখি সবার থেকে,
এখন আর কাউকে বিশ্বাস হয়না, বিশ্বাস করিনা
নীরব-নিথর বয়ে চলি যেন এক মৃত্যু পথযাত্রী।

© লেখকঃ প্রকাশক, ধ্রুববাণী