কামরুজ্জামান লিটু’র কবিতা “পদকের অসম্মান”

নিউজ রুম
- আপডেটের সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ৭১১
পদকের অসম্মান
কামরুজ্জামান লিটু
আজকে যারা পদক নিয়ে
উপহাসে ব্যস্ত রয়,
তাদের কোনো কীর্তি কর্ম
পদক পাওয়ার যোগ্য নয়।।
মাছ না পেয়ে ছিপটি ভেঙ্গে
বলে মাছ কি খাওয়া যায়!
অন্য থলে ভরলে মাছে
মনের কষ্ট প্রকাশ পায়।।
আবোল তাবোল মুখের বুলি
বিবেক বুদ্ধির বালাই নাই!
হিংসা বিদ্বেষ প্রচার করতে
ভাবটি দেখায় পাগল প্রায়।।
যোগ্য যারা পদক পাবেই
রুখবে তাদের কেমনে?
পদক পেতে অর্থ লাগে
অযোগ্যরাই তা মানে।।
নোংরা মনে সাহিত্যকে
লালন করা যাবে না।
কবি লেখক আসল যারা
পরনিন্দা করে না।।
পঁচা কাদা ছুড়াছুঁড়ি
এটা তাদের নিত্য কাজ।
পদক পেলে খুবই ভালো
না পেলে রয় মাথায় বাজ।।
৩১ অক্টোবর, ২০২১ খ্রিঃ।