মৌলভীবাজার পলিটেকনিকে ৭ম পর্বের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৬৬৩
খালেদ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এ আজ (২৮-১০-২১) সকাল ১০ টার দিকে ক্যাম্পাসের অডিটোরিয়ামে ৮ম ব্যাচ (২০১৭-১৮) ব্যাচের ইলেক্ট্রনিকস টেকনোলোজির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অথিতি’র বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠনের প্রিন্সিপাল ইঞ্জি: মোঃ মিজানুর রাহমান।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস হলো চরম ও পরম আকাঙ্ক্ষার জায়গা। ক্যাম্পাসে আসার প্রথম দিন থেকেই ক্যাম্পাস, বন্ধু-বান্ধব নিয়ে সে নানা ধরনের স্বপ্ন বুনতে থাকে। সারা দিন পইপই করে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা, পড়ার সময় পড়াশোনা করে সময় পার করাই তার কাজ।
তিনি আরোও বলেন, একসময় সবাইকেই ক্যাম্পাস থেকে বিদায় নিতে হয়। কেউ চাকরি করবে কেউ উচ্চ শিক্ষার জন্য দেশ-বিদেশের বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হবে। সকলের জন্য শুভ কামনা রইল। তারা যেন ভবিষ্যতে নিজের পরিবার ও দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে।
তাছাড়া বিশেষ অথিতি’র বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠনের একাডেমিক ইনচার্জ ইঞ্জি: জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ফুড ডিপার্টমেন্ট এর প্রধান একেএম খাদেমুল বাশার, নন-টেক এর প্রধান মোঃ নাজমুল হোসেন, চিফ ইন্সট্রাকটর ইলেক্ট্রনিকস তারনুমা আহমেদ, ইন্সট্রাকটর ইসতিয়াক আহমেদ, ইন্সট্রাকটর ইলেক্ট্রনিকস টেকনোলজিষ্ট মোঃ আজিজুর হকসহ উক্ত ক্যাম্পাসের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ইলেক্ট্রনিকস টেকনোলজির ইন্সট্রাকটর ইঞ্জি: মঞ্জু মিয়া।