দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবে নিউজিল্যান্ডের উইলিয়ামসনরা

- আপডেটের সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ৬৭৮
ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। তবে এই সফরে দলটির তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি স্থগিত করলেও আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরম্ভ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এই সময়টায় ক্রিকেটারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তো জানিয়েই দিয়েছে আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে না।
এই তো গেল ইংল্যান্ড ক্রিকেটারদের পাওয়া-না পাওয়া নিয়ে। অন্যদিকে সংশয় তৈরি হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেটারদের নিয়েও। অন্যদিকে ঐ সময়ে দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। এই অবস্থায় দলের তারকা ক্রিকেটার- কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলবেন নাকি আইপিএলে খেলবেন সেটি নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের জোর করবে না ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী উইলিয়ামসনরা তাঁদের ফ্র্যাঞ্চাইজিদের নিশ্চিত করেছেন আইপিএলে অংশ নিবেন তারা।
নাম না প্রকাশের শর্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা জানান, “আমরা এখন চিন্তামুক্ত রয়েছি। এই বিষয়ে ঐক্যমতে আসতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে (ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে) বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে। যেহেতু আইপিএলের জন্য এপ্রিল-মে মাস নির্ধারিত, ক্রিকেটাররা তাঁদের জায়গা থেকে সঠিক। তবে আমরা নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাচ্ছি এটাও এক ধরণের স্বস্তির বিষয়।”
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস অ্যাটাকের দায়িত্বে রয়েছেন বাহাতি পেসার ট্রেন্ট বোল্ট। আইপিএলে প্লে-অফে কোয়ালিফাই করার সুযোগ না থাকলেও সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতে দেখা যাবে কেন উইলিয়ামসনকে। অন্যদিকে আইপিএলে কদর বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই কোহলিকে আউট করা পেসার কাইল জেমিসনের। এই তিন ক্রিকেটারসহ সর্বমোট আট ক্রিকেটার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।