ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোঃ হাফিজুর রহমান-এর সময়ের কবিতা “আইন হাতে তুলে”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / ৬৮৬

আইন হাতে তুলে
মোঃ হাফিজুর রহমান

[পবিত্র কুরআনুল কারীমকে অপমান করার প্রতিবাদে কবিতাটি লিখলাম]

সম্প্রীতির এই বাংলাদেশে
উস্কানি দেয় কারা?
ওরা হলো দেশের শত্রু
এদেশ হতে তাড়া।

হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে
সম্প্রীতি হয় লালন,
নিজের নিজের বিশ্বাস মতে
ধর্ম করি পালন।

তবে কেন কুরআন মাজীদ
মূর্তির পায়ে থাকে,
অস্থিতিশীল দেশটা করার
স্বপ্ন কেন আঁকে?

কুরআন মাজীদ অপমানের
সাহস কোথা পেলো,
মুসলমানদের কলিজাতে
আঘাত কেন দিলো?

এমন হীন কর্মকাণ্ড
করলে কেহ ভুলে,
ক্ষিপ্ত হয়ে মুসলিম নেবে
আইন হাতে তুলে।

রচনাকাল : ১৩/১০/২০২১



নিউজটি শেয়ার করুন








মোঃ হাফিজুর রহমান-এর সময়ের কবিতা “আইন হাতে তুলে”

আপডেটের সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১

আইন হাতে তুলে
মোঃ হাফিজুর রহমান

[পবিত্র কুরআনুল কারীমকে অপমান করার প্রতিবাদে কবিতাটি লিখলাম]

সম্প্রীতির এই বাংলাদেশে
উস্কানি দেয় কারা?
ওরা হলো দেশের শত্রু
এদেশ হতে তাড়া।

হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে
সম্প্রীতি হয় লালন,
নিজের নিজের বিশ্বাস মতে
ধর্ম করি পালন।

তবে কেন কুরআন মাজীদ
মূর্তির পায়ে থাকে,
অস্থিতিশীল দেশটা করার
স্বপ্ন কেন আঁকে?

কুরআন মাজীদ অপমানের
সাহস কোথা পেলো,
মুসলমানদের কলিজাতে
আঘাত কেন দিলো?

এমন হীন কর্মকাণ্ড
করলে কেহ ভুলে,
ক্ষিপ্ত হয়ে মুসলিম নেবে
আইন হাতে তুলে।

রচনাকাল : ১৩/১০/২০২১