শঙ্করী সাহা’র কবিতা “নারী শক্তি”
নিউজ রুম
- আপডেটের সময় :
০৯:৫৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- /
৬৭১
নারী শক্তি
শঙ্করী সাহা
নারী কন্যা নারী পত্নী
নারী হলো মাতা,
সন্তান সুখে নারী হলো
সবচে বড় দাতা।
নারী শক্তি নারী লক্ষ্মী
ঘরটা করে আলো,
নিজের দুঃখ গোপন রেখে
সবকে রাখে ভালো।
বাবার ঘরে জন্ম নিয়ে
পরের ঘরে আসে,
নিজের সুখটা ত্যাগ যে করে
সবার সুখে হাসে।
নারী হলো মায়ের জাতি
সংসারে তাঁর মতি,
নারী ছাড়া পুরুষ জাতির
থেমে যাবে গতি।
পুরুষ আজকে রাজাধীরাজ
সে তো নারীর জন্য,
নারী তোমায় জন্ম না দেয়
কেমনে হতে ধন্য।
নিউজটি শেয়ার করুন