ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহেদ ফাতেমা’র কবিতা “জীবন থেকে হারিয়ে গেছো”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ৭১৩

জীবন থেকে হারিয়ে গেছো
আহেদ ফাতেমা

তোমাকে হারাতে চাইনি কোন দিন
তোমার ভুলের কারণে জীবন থেকে হারিয়ে গেছো।
হয়তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার
অবহেলায় সত্যি আমি হতাশ হয়ে পড়েছি ।

চোখের জলে বুক ভাসে প্রতিটি মুহূর্তে,
তবুও তোমাকে ভুলে যাওয়া ছাড়া
কোন উপায় ছিলো না আমার !
কতবার বলেছি তোমাকে ভালোবাসি!

ভালোবাসার মর্ম তুমি বুঝলে না আমাকে হারিয়ে দিলে,
আজ যত ডাকনা কেন, ফিরে আসার সময় নেই।
হয়তো কোন একদিন পথে হবে দেখা,
তোমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো!

বুঝে নিও তুমি কতটা ভালো আছি, তোমাকে ছেড়ে!
সময় অসময় নিজেকে প্রশ্ন করে যাই,
আদো তুমি কি আমার ভালোবাসার মানুষ ছিলে!
নাকি তোমার ছায়া আমার পিছু নিয়েছিলো !

কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো
মনে রেখো সেটাই হবে তোমার জীবনে বড় ভুল।
কষ্ট মানুষের তৈরি মানুষ সৃষ্টি করে দুঃখ কষ্ট বেদনা
বিধাতা কারো জন্য কষ্ট সৃষ্টি করেন নাই।

মনের ক্যানভাসে ঝড় ওঠে হৃদয় স্পন্দন কেঁপে কেঁপে
মনে রেখো অভিশাপ বলে একটা কথা আছে।
অভিশাপ দিতে হয় না,মনের ভিতর থেকে বের হয়ে আসে।
আমার মতোই তোমার‌ও চোখের জল গড়িয়ে পড়বে,
সেই দিন বুঝবে হারানো ব্যাথা হৃদয়ে কতটা আঘাত করে।
ভুলে যাওয়া যায় না, স্মৃতির পাতায় বাঁধা থাকে ।



নিউজটি শেয়ার করুন








আহেদ ফাতেমা’র কবিতা “জীবন থেকে হারিয়ে গেছো”

আপডেটের সময় : ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

জীবন থেকে হারিয়ে গেছো
আহেদ ফাতেমা

তোমাকে হারাতে চাইনি কোন দিন
তোমার ভুলের কারণে জীবন থেকে হারিয়ে গেছো।
হয়তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার
অবহেলায় সত্যি আমি হতাশ হয়ে পড়েছি ।

চোখের জলে বুক ভাসে প্রতিটি মুহূর্তে,
তবুও তোমাকে ভুলে যাওয়া ছাড়া
কোন উপায় ছিলো না আমার !
কতবার বলেছি তোমাকে ভালোবাসি!

ভালোবাসার মর্ম তুমি বুঝলে না আমাকে হারিয়ে দিলে,
আজ যত ডাকনা কেন, ফিরে আসার সময় নেই।
হয়তো কোন একদিন পথে হবে দেখা,
তোমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো!

বুঝে নিও তুমি কতটা ভালো আছি, তোমাকে ছেড়ে!
সময় অসময় নিজেকে প্রশ্ন করে যাই,
আদো তুমি কি আমার ভালোবাসার মানুষ ছিলে!
নাকি তোমার ছায়া আমার পিছু নিয়েছিলো !

কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো
মনে রেখো সেটাই হবে তোমার জীবনে বড় ভুল।
কষ্ট মানুষের তৈরি মানুষ সৃষ্টি করে দুঃখ কষ্ট বেদনা
বিধাতা কারো জন্য কষ্ট সৃষ্টি করেন নাই।

মনের ক্যানভাসে ঝড় ওঠে হৃদয় স্পন্দন কেঁপে কেঁপে
মনে রেখো অভিশাপ বলে একটা কথা আছে।
অভিশাপ দিতে হয় না,মনের ভিতর থেকে বের হয়ে আসে।
আমার মতোই তোমার‌ও চোখের জল গড়িয়ে পড়বে,
সেই দিন বুঝবে হারানো ব্যাথা হৃদয়ে কতটা আঘাত করে।
ভুলে যাওয়া যায় না, স্মৃতির পাতায় বাঁধা থাকে ।