ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর এক গৃহবধু নিহত

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / ৬৯৭

ধ্রুববাণী ডেস্ক ॥ রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে‌ বাসের ধাক্কায় হালিমা বেগম (৩৫) নামে পটুয়াখালীর এক গৃহবধু নিহত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) ভোরের দিকে কলমিলতা মার্কেট কাঁচা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

নিহত হালিমার ভাই মুসা খান বলেন, আমার বোন শুক্রবার বাসা থেকে বের হন। পরে আর বাসায় না ফিরলে খবর পাই, আমার বোন তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেকে ভর্তি আছেন। সকালে হাসপাতালে এসে দেখতে পাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি জানান, নিহত হালিমা বেগম পটুয়াখালীর সদর উপজেলার বদরী গ্রামের হারুন মুহুরীর স্ত্রী। তিনি উত্তর গোড়ান এলাকায় মেয়ের বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



নিউজটি শেয়ার করুন








তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর এক গৃহবধু নিহত

আপডেটের সময় : ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

ধ্রুববাণী ডেস্ক ॥ রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে‌ বাসের ধাক্কায় হালিমা বেগম (৩৫) নামে পটুয়াখালীর এক গৃহবধু নিহত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) ভোরের দিকে কলমিলতা মার্কেট কাঁচা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

নিহত হালিমার ভাই মুসা খান বলেন, আমার বোন শুক্রবার বাসা থেকে বের হন। পরে আর বাসায় না ফিরলে খবর পাই, আমার বোন তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেকে ভর্তি আছেন। সকালে হাসপাতালে এসে দেখতে পাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি জানান, নিহত হালিমা বেগম পটুয়াখালীর সদর উপজেলার বদরী গ্রামের হারুন মুহুরীর স্ত্রী। তিনি উত্তর গোড়ান এলাকায় মেয়ের বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।