ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে এখন মন্দিরে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ৬৬১

মোঃ সইনুল রহমান আকাশ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে এখন প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। করোনা আতঙ্ক থাকলেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুহার কমায় প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন তাঁরা। হিন্দুদের কাছে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের কাছে চাহিদা আসতে শুরু করেছে।

মৃৎ শিল্পীদের (কারিগররা) এখন দম ফেলার সময় নেই। ইতোমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর রঙ ও সাজসজ্জার কাজ। কেউ কেউ মন্দিরের ভেতরে প্রতিমা তৈরি করছে। সোমবার (০৪ অক্টোবর)বিকালে পঞ্চগড় পৌরসভার মন্দির, চান পাড়া মন্দির, টুনির হাট মন্দির,গলেহা হাট মন্দির, পঞ্চগড় কেন্দ্রীয় মন্দির, গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মূৎশিল্পী (কারিগর) সাগর পাল (২৭) প্রতিমা তৈরি করতেছে।

আবার অনেকে পূর্বেই বাশ – কাঠ -রশি- কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বলরাম পালের ছেলে সাগর পাল দীর্ঘ ১০ বছর ধরে তার ছোট দুই ভাই মাহাদেব পাল ও জয়দেব পালকে সঙ্গে নিয়ে প্রতিমা তৈরি করছেন।

এ বছরেও ৮টি স্থানে প্রতিমা তৈরি করছেন তিনি। ১৬টি প্রতিমা সেট তৈরি করেছেন। প্রতিটি সেটে দুর্গাদেবীর সঙ্গে রয়েছে অসুর,সিংহ,মহিষ, গনেশ, সরস্বতী,কার্তিক, লক্ষী ও মহাদেব প্রতিমা। এবারে সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে।



নিউজটি শেয়ার করুন








পঞ্চগড়ে এখন মন্দিরে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

আপডেটের সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

মোঃ সইনুল রহমান আকাশ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে এখন প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। করোনা আতঙ্ক থাকলেও আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুহার কমায় প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন তাঁরা। হিন্দুদের কাছে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের কাছে চাহিদা আসতে শুরু করেছে।

মৃৎ শিল্পীদের (কারিগররা) এখন দম ফেলার সময় নেই। ইতোমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর রঙ ও সাজসজ্জার কাজ। কেউ কেউ মন্দিরের ভেতরে প্রতিমা তৈরি করছে। সোমবার (০৪ অক্টোবর)বিকালে পঞ্চগড় পৌরসভার মন্দির, চান পাড়া মন্দির, টুনির হাট মন্দির,গলেহা হাট মন্দির, পঞ্চগড় কেন্দ্রীয় মন্দির, গিয়ে দেখা গেছে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মূৎশিল্পী (কারিগর) সাগর পাল (২৭) প্রতিমা তৈরি করতেছে।

আবার অনেকে পূর্বেই বাশ – কাঠ -রশি- কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বলরাম পালের ছেলে সাগর পাল দীর্ঘ ১০ বছর ধরে তার ছোট দুই ভাই মাহাদেব পাল ও জয়দেব পালকে সঙ্গে নিয়ে প্রতিমা তৈরি করছেন।

এ বছরেও ৮টি স্থানে প্রতিমা তৈরি করছেন তিনি। ১৬টি প্রতিমা সেট তৈরি করেছেন। প্রতিটি সেটে দুর্গাদেবীর সঙ্গে রয়েছে অসুর,সিংহ,মহিষ, গনেশ, সরস্বতী,কার্তিক, লক্ষী ও মহাদেব প্রতিমা। এবারে সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে।