ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাহতাব হোসেন-এর কবিতা “নকলের কুফল”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • / ৭৭৬

নকলের কুফল

নকল করে করলে পাশ,
চাকরির সময় করবে হা-হুতাশ।
ওই প্রশ্ন যদি আসে চাকরির বোর্ডে
তখন তুমি কি করবে?
থাকতে হবে নিচু করে মাথা,
বের হবে না কোনো কথা।

মা-বাবা জানে লেখাপড়া করছো খুব,
আসলে দিয়েছো নকলে ডুব।
যদি কখনো পরো ধরা পরীক্ষার হলে,
এমনও তো হতে পারে যেতে হবে জেলে।
তাই এখনো সময় আছে যাও সোজা হয়ে,
না হয় জীবন তোমার কাটবে ভয়ে ভয়ে।



নিউজটি শেয়ার করুন








মাহতাব হোসেন-এর কবিতা “নকলের কুফল”

আপডেটের সময় : ০২:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১

নকলের কুফল

নকল করে করলে পাশ,
চাকরির সময় করবে হা-হুতাশ।
ওই প্রশ্ন যদি আসে চাকরির বোর্ডে
তখন তুমি কি করবে?
থাকতে হবে নিচু করে মাথা,
বের হবে না কোনো কথা।

মা-বাবা জানে লেখাপড়া করছো খুব,
আসলে দিয়েছো নকলে ডুব।
যদি কখনো পরো ধরা পরীক্ষার হলে,
এমনও তো হতে পারে যেতে হবে জেলে।
তাই এখনো সময় আছে যাও সোজা হয়ে,
না হয় জীবন তোমার কাটবে ভয়ে ভয়ে।