ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবা মানে নিরাপদ আশ্রয় : মোহাম্মদ আলমগীর (জুয়েল)

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / ৮২৯

বাবা মানে নিরাপদ আশ্রয়
মোহাম্মদ আলমগীর (জুয়েল)

বাবা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ গৃহের আশ্রয়,
সন্তানের হাজারও আবদার বুকে নিয়ে দেয় প্রশ্রয়!
বাবা মানে শক্ত দুটি হাত ও বটবৃক্ষের শীতল ছায়া,
সন্তান সুখে থাকে পেয়ে বাবার ভালোবাসা ও মায়া।

বাবা মানে দিবারাত্রি সন্তানের মঙ্গল কামনা আকুল,
সন্তানের সুখের কথা ভেবে শ্রান্ত-ক্লান্ত-হৃদয় ব্যাকুল।
বাবা মানে উত্তাল ফেনিল সমুদ্রে আছড়ে পড়া ঢেউ,
সন্তানের অমঙ্গল বাবার বুকে জ্বলে আগুন দাউ-দাউ।

বাবা মানে প্রিয় সন্তানের সকল ইচ্ছে নিমিষেই পূরণ,
অসম্ভবকে সম্ভব করে বাবা নিজ জীবন দেয় বিসর্জন।
বুকে পাথর চেপে হাজার কষ্টেও বাবা বলে ভালোবাসি,
সন্তানের মুখ দেখে বাবার মুখে ফুটে উঠে স্নেহের হাসি।

(বিশ্বের সকল বাবাকে, বাবা দিবসে জানাই আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও সম্মান।)



নিউজটি শেয়ার করুন








বাবা মানে নিরাপদ আশ্রয় : মোহাম্মদ আলমগীর (জুয়েল)

আপডেটের সময় : ০৬:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

বাবা মানে নিরাপদ আশ্রয়
মোহাম্মদ আলমগীর (জুয়েল)

বাবা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ গৃহের আশ্রয়,
সন্তানের হাজারও আবদার বুকে নিয়ে দেয় প্রশ্রয়!
বাবা মানে শক্ত দুটি হাত ও বটবৃক্ষের শীতল ছায়া,
সন্তান সুখে থাকে পেয়ে বাবার ভালোবাসা ও মায়া।

বাবা মানে দিবারাত্রি সন্তানের মঙ্গল কামনা আকুল,
সন্তানের সুখের কথা ভেবে শ্রান্ত-ক্লান্ত-হৃদয় ব্যাকুল।
বাবা মানে উত্তাল ফেনিল সমুদ্রে আছড়ে পড়া ঢেউ,
সন্তানের অমঙ্গল বাবার বুকে জ্বলে আগুন দাউ-দাউ।

বাবা মানে প্রিয় সন্তানের সকল ইচ্ছে নিমিষেই পূরণ,
অসম্ভবকে সম্ভব করে বাবা নিজ জীবন দেয় বিসর্জন।
বুকে পাথর চেপে হাজার কষ্টেও বাবা বলে ভালোবাসি,
সন্তানের মুখ দেখে বাবার মুখে ফুটে উঠে স্নেহের হাসি।

(বিশ্বের সকল বাবাকে, বাবা দিবসে জানাই আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও সম্মান।)