বাঁশখালীতে মসজিদ-মাদরাসায় এম.জে.আর ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন বিতরণ
- আপডেটের সময় : ১১:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ৬৬৫
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ॥ চট্টগ্রামের বাঁশখালীতে ‘এম.জে.আর ফাউন্ডেশন বাংলাদেশ’ এর উদ্যোগে কোরআন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও মসজিদে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাধনপুর কামালে ইসকে মোস্তফা (সাঃ) মাদরাসা ও হেফজখানা, বাহারছড়া জেবুন্নেছা মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা, বাহারছড়া তাসবিদুল কোরআন মাদরাসা ও হেফজখানা, সাধনপুর আল- ফারুক ইসলামিয়া মাদরাসা ও হেফজখানা, পশ্চিম সাধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সাধনপুর নোয়াজিশ চৌধুরী জামে মসজিদ, পশ্চিম সাধনপুর দীঘির পাড়া জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন মো. নবাব, মো. রুবেল, মো. নেছার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. ছরওয়ার আলম।
লায়ন মো. ছরওয়ার আলম বলেন, ‘ইঞ্জিনিয়ার রেজাউল মনির রানা কর্তৃক পরিচালিত এম জে আর ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন মাদরাসা, হেফজখানা ও এতিমখানা, মসজিদে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’


























