ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি ভেজা স্মৃতি : মোঃ বেল্লাল হাওলাদার

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / ৮২৪

কবিতা

বৃষ্টি ভেজা স্মৃতি
মোঃ বেল্লাল হাওলাদার

প্রকৃতিতে গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করে
বর্ষার দিন এলো আজ খুশীতে তৃষ্ণাকাতর
জগৎ-সংসারে প্রাণের স্পন্দন ফিরে পেলো
কিশোর-কিশোরী আবেগ অনুভূতির জোয়ারে
কেউ আবেগী, কেউবা অভিমানের গন্ধ ছড়ায়।

আকাশে ভিড় জমাচ্ছে ঘন কালো মেঘের দল
বৃষ্টিরা আসছে হাওয়ার আঁচল উড়িয়ে
রোমান্টিকতা-আধ্যাত্মিকতার সুরে অকবিও কবি
বৃষ্টির কোমল শীতল মৃদু স্পর্শে‌ একের পর এক
কাব্যকথায় জলছবি আঁকছে।

প্রেমিক মন বৃষ্টিতে ভিঁজে হেঁটে যাচ্ছে বহুদূরে
বিরহ মন ভুলে যায় সকল ব্যথা বেদনার স্মৃতি
হারিয়ে যাবে কবিতা ও গানের ভুবনে।
যতই হোক বজ্রপাত, থামাতে পারবে না প্রেমিক মনকে।

ভিঁজে ঘাস, ভিঁজে মাটি, কুড়ের ঘর, ভিঁজা কবুতর
গুঁটি শুটি নাচের মুদ্রায় দোলছে বাঁশের ঝাড়
গাছের পাতায় বৃষ্টির নাচ উৎসবে বৃষ্টি ভেঁজাবে সব!

এযেন হাতছানি দিয়ে ডাকছে আমায় শৈশবের পিছুটান
গ্রামের মধুময় দিনগুলোর কথা আজও কানে ভাসে
সেই টিনের চালে বর্ষিত বৃষ্টির ঝুমুর ঝুমুর বাজনা।
মায়ের হাতের বানানো সুস্বাদু খিচুড়ি খেতে খেতে
সেই ছোট্ট জানালা দিয়ে আনমনা হয়ে বৃষ্টি দেখা।

ছুটে চলা কিশোর বন্ধুদের নিয়ে জলার ডানায়
হিংসা ভেদাভেদ ভুলে মেতে উঠতাম বৃষ্টি বিলাসে।
ভাসাতাম আষাঢ়ের জলে কলা গাছের ভেলায়
সেই সব স্মৃতি আজ দু’চোখে ভেসে বেড়ায়।

ফোটেছে কদম ফুল বর্ষার রূপ‌ আরো দিলো বাড়িয়ে
খাল বিল ডোবা নালায় ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ
নদী, মাঠ, ঘাটের দেশ ভরে ওঠছে সবুজে শ্যামলে,
কৃষকের খেতে শস্যাদি জন্মাবে, ভরে উঠবে প্রাণ।



নিউজটি শেয়ার করুন








বৃষ্টি ভেজা স্মৃতি : মোঃ বেল্লাল হাওলাদার

আপডেটের সময় : ০৩:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

বৃষ্টি ভেজা স্মৃতি
মোঃ বেল্লাল হাওলাদার

প্রকৃতিতে গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করে
বর্ষার দিন এলো আজ খুশীতে তৃষ্ণাকাতর
জগৎ-সংসারে প্রাণের স্পন্দন ফিরে পেলো
কিশোর-কিশোরী আবেগ অনুভূতির জোয়ারে
কেউ আবেগী, কেউবা অভিমানের গন্ধ ছড়ায়।

আকাশে ভিড় জমাচ্ছে ঘন কালো মেঘের দল
বৃষ্টিরা আসছে হাওয়ার আঁচল উড়িয়ে
রোমান্টিকতা-আধ্যাত্মিকতার সুরে অকবিও কবি
বৃষ্টির কোমল শীতল মৃদু স্পর্শে‌ একের পর এক
কাব্যকথায় জলছবি আঁকছে।

প্রেমিক মন বৃষ্টিতে ভিঁজে হেঁটে যাচ্ছে বহুদূরে
বিরহ মন ভুলে যায় সকল ব্যথা বেদনার স্মৃতি
হারিয়ে যাবে কবিতা ও গানের ভুবনে।
যতই হোক বজ্রপাত, থামাতে পারবে না প্রেমিক মনকে।

ভিঁজে ঘাস, ভিঁজে মাটি, কুড়ের ঘর, ভিঁজা কবুতর
গুঁটি শুটি নাচের মুদ্রায় দোলছে বাঁশের ঝাড়
গাছের পাতায় বৃষ্টির নাচ উৎসবে বৃষ্টি ভেঁজাবে সব!

এযেন হাতছানি দিয়ে ডাকছে আমায় শৈশবের পিছুটান
গ্রামের মধুময় দিনগুলোর কথা আজও কানে ভাসে
সেই টিনের চালে বর্ষিত বৃষ্টির ঝুমুর ঝুমুর বাজনা।
মায়ের হাতের বানানো সুস্বাদু খিচুড়ি খেতে খেতে
সেই ছোট্ট জানালা দিয়ে আনমনা হয়ে বৃষ্টি দেখা।

ছুটে চলা কিশোর বন্ধুদের নিয়ে জলার ডানায়
হিংসা ভেদাভেদ ভুলে মেতে উঠতাম বৃষ্টি বিলাসে।
ভাসাতাম আষাঢ়ের জলে কলা গাছের ভেলায়
সেই সব স্মৃতি আজ দু’চোখে ভেসে বেড়ায়।

ফোটেছে কদম ফুল বর্ষার রূপ‌ আরো দিলো বাড়িয়ে
খাল বিল ডোবা নালায় ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ
নদী, মাঠ, ঘাটের দেশ ভরে ওঠছে সবুজে শ্যামলে,
কৃষকের খেতে শস্যাদি জন্মাবে, ভরে উঠবে প্রাণ।