ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৮৯৬

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে গ্রামীণ ব্যাংকের মহিপুর শাখা অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা, তিনি একজন ভবঘুরে বা ভিক্ষুক হতে পারেন।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে এক পথচারী সড়কের পাশে ওই ব্যক্তিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে ঘুমিয়ে আছেন ভেবে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘সকালে হাঁটার সময় দেখি একজন লোক রাস্তার পাশে পড়ে আছেন। কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না, তাই থানায় খবর দিই।’

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালচে সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি এবং নীল-কালো চেক লুঙ্গি। বাম পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



নিউজটি শেয়ার করুন








মহিপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে গ্রামীণ ব্যাংকের মহিপুর শাখা অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা, তিনি একজন ভবঘুরে বা ভিক্ষুক হতে পারেন।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে এক পথচারী সড়কের পাশে ওই ব্যক্তিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে ঘুমিয়ে আছেন ভেবে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘সকালে হাঁটার সময় দেখি একজন লোক রাস্তার পাশে পড়ে আছেন। কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না, তাই থানায় খবর দিই।’

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল কালচে সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি এবং নীল-কালো চেক লুঙ্গি। বাম পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।