ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ১২ হাজার ফলজ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৬১৪

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১২ হাজারের বেশি ফলজ গাছের চারা এবং ৪ হাজারেরও বেশি ছাতা বিতরণ করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে আমতলী পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৩৮ জন শিশুর হাতে তিনটি করে উন্নত জাতের ফলজ চারা (সফেদা, পেয়ারা ও আমড়া) এবং একটি করে ছাতা তুলে দেওয়া হয়। এতে মোট ১২ হাজার ১১৪টি চারা ও ৪ হাজার ৩৮টি ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান। নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং মৃদুল সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা প্রত্যাশা করেন, এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।



নিউজটি শেয়ার করুন








আমতলীতে ১২ হাজার ফলজ গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ

আপডেটের সময় : ০৯:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে বরগুনার আমতলীতে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১২ হাজারের বেশি ফলজ গাছের চারা এবং ৪ হাজারেরও বেশি ছাতা বিতরণ করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে আমতলী পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৩৮ জন শিশুর হাতে তিনটি করে উন্নত জাতের ফলজ চারা (সফেদা, পেয়ারা ও আমড়া) এবং একটি করে ছাতা তুলে দেওয়া হয়। এতে মোট ১২ হাজার ১১৪টি চারা ও ৪ হাজার ৩৮টি ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান। নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং মৃদুল সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা প্রত্যাশা করেন, এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।