কলাপাড়ায় কোডেকের আয়োজনে ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাছ বিতরণ

- আপডেটের সময় : ০২:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৫৮২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে এবং পিকেএসএফ’র সহযোগিতায় কোডেক সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নানাবিধ প্রতিযোগিতা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাপাড়া পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নৃত্য, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো এবং ম্যারাথন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন কোডেক-এর কলাপাড়া এলাকার ব্যবস্থাপক মো. ইসমাইল শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর এবং কোডেক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. এনামুল হক।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন এবং সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।