ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোপা আমেরিকায় পরপর দুটি জয় নিশ্চিত করলো ব্রাজিল; বড় ব্যবধানে পরাজিত পেরু

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / ৬৬২

ক্রীড়া প্রতিবেদকঃ কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। অন্যদিকে গোল করা ও করানোর ধারা অব্যাহত রাখলেন ব্রাজিলের নেইমার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর বিরুদ্ধে ৪-০ গোলের দাপুটে জয় পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হল ব্রাজিল। সর্বশেষ স্থানে অবস্থান করছে পেরু। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার এই দল।

রিও দে জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-৪-২ ছকে মাঠে নামা তিতের দলকে শুরুর দিকে বেশ বেগ দেয় ৪.২.৩.১ ছকে লড়াই করা পেরু।

বেশ কয়েকবার গোলের খুব কাছেও পৌঁছে যায় নেইমারদের প্রতিপক্ষ শিবির। তবে ১১ মিনিটের মাথায় ব্রাজিলের প্রথম গোল ম্যাচের রং কিছুটা হলেও পাল্টে দেয়।

গ্যাব্রিয়াল জেসুসের পাস থেকে দলকে প্রথম সফলতার মুখ দেখান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। প্রথমার্ধে গোল শোধ করার সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি পেরু। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিলও।

দ্বিতীয়ার্ধে খেলায় প্রাধান্য কায়েম করে ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল। পেরুর গোলমুখে আক্রমণের ঝড় তুূলতে শুরু করে ব্রাজিল। ৬৮ মিনিটে ফ্রেডের বাড়ানো বল থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান নেইমার জুনিয়ার।

টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় গোল। যার হাত ধরে ম্যাচের দখল পুরোপুরি হলুদ-নীল জার্সিধারী শিবিরের হাতে চলে যায়। আক্রমণে যত চাপ বাড়াতে থাকেন নেইমাররা, ততই ছন্নছাড়া হয়ে পড়ে পেরু। পাল্টা আক্রমণে উঠেও সেভাবে সুবিধা করতে পারেনি রিকার্ডো গারেসার দল।

ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে ব্রাজিল। গোলমুখে ১৭টি শট নিলেও ৯টি টার্গেটে রাখতে পারেন নেইমাররা। অন্যদিকে সাতটি শট নিলেও মাত্র ২টি টার্গেটে রাখতে সক্ষম হয় পেরু।

ম্যাচের ৮৯ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। রিচার্লিসনের বাড়ানো বল জালে জড়ান এভার্টন রিবেইরো। জয়ী দলের চতুর্থ গোলটি আসে ম্যাচের সংযুক্ত সময়ে। এবার গোল করেন রিচার্লিসন নিজে।

৪ গোলের ব্যবধানে হার হজম করা পেরু ব্রাজিলের বিরুদ্ধে ২০১৯ সালের কোপা ফাইনাল হারের বদলা নিতে পারল না। ওই ম্যাচে পেরুকে ৩ গোল দিয়েছিলেন নেইমাররা। মাত্র ১ গোল শোধ করতে পেরেছিলেন রিকোর্ডো গারেসার ছেলেরা।



নিউজটি শেয়ার করুন








কোপা আমেরিকায় পরপর দুটি জয় নিশ্চিত করলো ব্রাজিল; বড় ব্যবধানে পরাজিত পেরু

আপডেটের সময় : ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

ক্রীড়া প্রতিবেদকঃ কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। অন্যদিকে গোল করা ও করানোর ধারা অব্যাহত রাখলেন ব্রাজিলের নেইমার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর বিরুদ্ধে ৪-০ গোলের দাপুটে জয় পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হল ব্রাজিল। সর্বশেষ স্থানে অবস্থান করছে পেরু। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার এই দল।

রিও দে জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-৪-২ ছকে মাঠে নামা তিতের দলকে শুরুর দিকে বেশ বেগ দেয় ৪.২.৩.১ ছকে লড়াই করা পেরু।

বেশ কয়েকবার গোলের খুব কাছেও পৌঁছে যায় নেইমারদের প্রতিপক্ষ শিবির। তবে ১১ মিনিটের মাথায় ব্রাজিলের প্রথম গোল ম্যাচের রং কিছুটা হলেও পাল্টে দেয়।

গ্যাব্রিয়াল জেসুসের পাস থেকে দলকে প্রথম সফলতার মুখ দেখান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। প্রথমার্ধে গোল শোধ করার সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি পেরু। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিলও।

দ্বিতীয়ার্ধে খেলায় প্রাধান্য কায়েম করে ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল। পেরুর গোলমুখে আক্রমণের ঝড় তুূলতে শুরু করে ব্রাজিল। ৬৮ মিনিটে ফ্রেডের বাড়ানো বল থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান নেইমার জুনিয়ার।

টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় গোল। যার হাত ধরে ম্যাচের দখল পুরোপুরি হলুদ-নীল জার্সিধারী শিবিরের হাতে চলে যায়। আক্রমণে যত চাপ বাড়াতে থাকেন নেইমাররা, ততই ছন্নছাড়া হয়ে পড়ে পেরু। পাল্টা আক্রমণে উঠেও সেভাবে সুবিধা করতে পারেনি রিকার্ডো গারেসার দল।

ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে ব্রাজিল। গোলমুখে ১৭টি শট নিলেও ৯টি টার্গেটে রাখতে পারেন নেইমাররা। অন্যদিকে সাতটি শট নিলেও মাত্র ২টি টার্গেটে রাখতে সক্ষম হয় পেরু।

ম্যাচের ৮৯ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। রিচার্লিসনের বাড়ানো বল জালে জড়ান এভার্টন রিবেইরো। জয়ী দলের চতুর্থ গোলটি আসে ম্যাচের সংযুক্ত সময়ে। এবার গোল করেন রিচার্লিসন নিজে।

৪ গোলের ব্যবধানে হার হজম করা পেরু ব্রাজিলের বিরুদ্ধে ২০১৯ সালের কোপা ফাইনাল হারের বদলা নিতে পারল না। ওই ম্যাচে পেরুকে ৩ গোল দিয়েছিলেন নেইমাররা। মাত্র ১ গোল শোধ করতে পেরেছিলেন রিকোর্ডো গারেসার ছেলেরা।