কলাপাড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

- আপডেটের সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৮৬১
কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ এহসান মৃধা গেদু (৬৫) কে পুলিশ গ্রেফতার করেছে । শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এহসান মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে , অভিযুক্ত এহসান মৃধা গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে বুধবার তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এহসান মৃধা গেদুকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এহসান মৃধা গেদুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।