ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে গেন্ডারি আখ চাষ করে কৃষকের মুখে হাসি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • / ৬২৭

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে গেন্ডারি আখের চাষ করে লাভ দেখে কৃষক খাজমত আলীর মুখে হাসি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ঘুরে দেখা গেছে এই আখের বিপুল পরিমাণে চাষ করছে কৃষকরা। এছাড়াও দেখা গেছে, পঞ্চগড় শহরে আখ ব্যবসায়ীরা মেশিনে ফেলে এই গেন্ডারি আখের রস বিক্রি করছে।

পঞ্চগড় পৌর এলাকার আখের রস বিক্রেতা মোঃ সাবুল মিঞা এর সাথে কথা বলে জানা যায়।
পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন থেকে এসব আখ সংগ্রহ করেন, প্রচন্ড রোদের সময় মানুষের তৃষ্ণা মেটাতে এই আখের রসের কঠিন চাহিদা, প্রতি গেলাস আখের রস ১০ টাকা দরে বিক্রি করে রস বিক্রেতার সাবুল মিয়া । এতে করে সাবুল মিঞার ৫ সদস্যের পরিবার ভালোই চলে।

এদিকে পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের গেন্ডারি আখ চাষী মোঃ খাজমত আলীর সাথে কথা বলে জানাযায় তিনি বলেন, আমি প্রতিবছর এই আখ চাষ করে থাকি। খরচ বাদ দিয়ে আমার বছরে এক বিঘা জমিতে প্রায় ১ লক্ষ টাকা আয় হয়। এতে করে কোন ঝামেলা পোহাতে হয় না।

শহর থেকে পাইকাররা এসে জমি থেকেই আখ দাম দর করে নিয়ে যায়।



নিউজটি শেয়ার করুন








পঞ্চগড়ে গেন্ডারি আখ চাষ করে কৃষকের মুখে হাসি

আপডেটের সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে গেন্ডারি আখের চাষ করে লাভ দেখে কৃষক খাজমত আলীর মুখে হাসি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ঘুরে দেখা গেছে এই আখের বিপুল পরিমাণে চাষ করছে কৃষকরা। এছাড়াও দেখা গেছে, পঞ্চগড় শহরে আখ ব্যবসায়ীরা মেশিনে ফেলে এই গেন্ডারি আখের রস বিক্রি করছে।

পঞ্চগড় পৌর এলাকার আখের রস বিক্রেতা মোঃ সাবুল মিঞা এর সাথে কথা বলে জানা যায়।
পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন থেকে এসব আখ সংগ্রহ করেন, প্রচন্ড রোদের সময় মানুষের তৃষ্ণা মেটাতে এই আখের রসের কঠিন চাহিদা, প্রতি গেলাস আখের রস ১০ টাকা দরে বিক্রি করে রস বিক্রেতার সাবুল মিয়া । এতে করে সাবুল মিঞার ৫ সদস্যের পরিবার ভালোই চলে।

এদিকে পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের গেন্ডারি আখ চাষী মোঃ খাজমত আলীর সাথে কথা বলে জানাযায় তিনি বলেন, আমি প্রতিবছর এই আখ চাষ করে থাকি। খরচ বাদ দিয়ে আমার বছরে এক বিঘা জমিতে প্রায় ১ লক্ষ টাকা আয় হয়। এতে করে কোন ঝামেলা পোহাতে হয় না।

শহর থেকে পাইকাররা এসে জমি থেকেই আখ দাম দর করে নিয়ে যায়।