প্লাস্টিকের বয়ামে আটকে গেলো মাথা, এনিমেল লাভারস’র প্রচেষ্টায় রক্ষা পেলো কুকুর

- আপডেটের সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৬৯৫
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় খাবার খেতে গিয়ে বয়ামের ভিতরে একটি বেওয়ারিশ কুকুরের মাথা আটকে থাকা থেকে রক্ষা করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা থেকে কুকুরটির মাথায় আটকে থাকা প্লাস্টিকের বয়ামটি অপসারণ করে এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা।
স্থানীয়রা জানান, বেওয়ারিশ কুকুরটি প্লাস্টিকের বয়ামে মুখ ঢুকিয়ে খেতে গিয়েই মাথায় আটকে যায় বয়ামটি। দীর্ঘ কয়েকদিনে বেশ কয়েকবার চেষ্টা করেও কুকুরটির মাথা থেকে বয়ামটি বের করতে পারেননি তারা। শেষে খবর পেয়ে এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্য এইচ এম মাসুদ হাসান ও আল মুনজির এসে স্থানীয় যুবকদের সহযোগিতায় দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টা করে কুকুরটিকে ধরে মাথা থেকে প্লাস্টিকের বয়ামটি খুলে দেন।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বাইজিদ মুন্সী বলেন, ‘কুকরটির মাথায় প্লাস্টিকের বয়াম আটকে থাকার বিষয়ে আমাদের সদস্যদের কাছে ফোন এলে ঘটনাস্থলে গিয়ে বয়ামটি অপসারণ করতে সক্ষম হন তারা। তবে কয়দিন মাথায় বয়াম আটকে থাকার কারণে খেতে না পারায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে কুকুরটির। কুকুরটিকে অবমুক্ত করে খাবার দেয়া হয়েছে।’