ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে পাবলিক টয়লেট থেকে নারীসহ দুই যুবক আটক!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ১৮৪৮

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে অনৈতিক কাজে জড়িত হওয়ার সময় এক নারীসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মহিপুর কাঁচাবাজারের পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজে মিলিত হওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- স্থানীয় মাছ ব্যবসায়ী ইউসুফ (৩৮), সুইপার আলমগীর (৪০) ও জার্মানী মনি (১৩) [ছদ্মনাম]।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত আলমগীর পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজ করে আসছে। অনেকবার তাকে সতর্ক করা হলেও তিনি কারো কোনো কথার তোয়াক্কা না করে, নারীদের দিয়ে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় এক ব্যবসায়ী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটের কাছে যেতেই সুইপার রুমের ভিতরে নারী-পুরুষের কথার আওয়াজ শুনতে পান। পরে দরজায় নক করলে তারা ভিতর থেকে সিটকিনি আটকে দেয়। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে আটক করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, পাবলিক টয়লেটের এক পাশে বাজার, আরেক পাশে আবাসিক এলাকা। এখানে আমরা স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করি। তারা এহেন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেলে, আমাদের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে বিরূপ প্রতিক্রিয়া পরতে পারে। তাই আমরা সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।’



নিউজটি শেয়ার করুন








মহিপুরে পাবলিক টয়লেট থেকে নারীসহ দুই যুবক আটক!

আপডেটের সময় : ১১:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে অনৈতিক কাজে জড়িত হওয়ার সময় এক নারীসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মহিপুর কাঁচাবাজারের পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজে মিলিত হওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- স্থানীয় মাছ ব্যবসায়ী ইউসুফ (৩৮), সুইপার আলমগীর (৪০) ও জার্মানী মনি (১৩) [ছদ্মনাম]।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত আলমগীর পাবলিক টয়লেটের সুইপার রুমে অনৈতিক কাজ করে আসছে। অনেকবার তাকে সতর্ক করা হলেও তিনি কারো কোনো কথার তোয়াক্কা না করে, নারীদের দিয়ে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় এক ব্যবসায়ী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটের কাছে যেতেই সুইপার রুমের ভিতরে নারী-পুরুষের কথার আওয়াজ শুনতে পান। পরে দরজায় নক করলে তারা ভিতর থেকে সিটকিনি আটকে দেয়। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে আটক করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, পাবলিক টয়লেটের এক পাশে বাজার, আরেক পাশে আবাসিক এলাকা। এখানে আমরা স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করি। তারা এহেন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেলে, আমাদের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে বিরূপ প্রতিক্রিয়া পরতে পারে। তাই আমরা সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।’