ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় কৃষকের কাছে স্লুইস খালের নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৬৬০

কলাপাড়া সংবাদদাতাঃ স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বানাতিবাজার ব্রিজ সংলগ্ন বালিয়াতলীতে এই মানববন্ধন সমাবেশে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার গবেষক ইকবাল ফারুক, ওয়াটার কিপার্স কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক নুরুল কবির ঝুনু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, কৃষক জাকির হাওলাদার, মতলেব মৃধা, আব্দুল হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রভাবশালীরা স্লুইস খালের নিয়ন্ত্রণ করায় কৃষিকাজে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। কখনও স্লুইস গেট আটকে জলাবদ্ধতার সৃষ্টি করা হচ্ছে,কখনও গেট খুলে লোনা পানি প্রবেশ করাচ্ছে।’

এসময় তারা বালিয়াতলী ইউনিয়নসহ উপজেলার সকল স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে ন্যাস্ত করার দাবি জানান। পাশাপাশি সরকারিভাবে আগের মতো প্রত্যেক স্লুইস নিয়ন্ত্রণের জন্য স্লুইস খালাসি নিয়োগ করার দাবি জানান। কৃষি উৎপাদনের স্বার্থে তারা এসব দাবি তুলে ধরেন। কোনো স্লুইস খালকে মাছ চাষের নামে বদ্ধজলাশয় দেখিয়ে লিজ দেওয়ার সকল প্রক্রিয়া বন্ধেরও দাবি জানানো হয়।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় কৃষকের কাছে স্লুইস খালের নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি

আপডেটের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কলাপাড়া সংবাদদাতাঃ স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বানাতিবাজার ব্রিজ সংলগ্ন বালিয়াতলীতে এই মানববন্ধন সমাবেশে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার গবেষক ইকবাল ফারুক, ওয়াটার কিপার্স কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক নুরুল কবির ঝুনু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, কৃষক জাকির হাওলাদার, মতলেব মৃধা, আব্দুল হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রভাবশালীরা স্লুইস খালের নিয়ন্ত্রণ করায় কৃষিকাজে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। কখনও স্লুইস গেট আটকে জলাবদ্ধতার সৃষ্টি করা হচ্ছে,কখনও গেট খুলে লোনা পানি প্রবেশ করাচ্ছে।’

এসময় তারা বালিয়াতলী ইউনিয়নসহ উপজেলার সকল স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে ন্যাস্ত করার দাবি জানান। পাশাপাশি সরকারিভাবে আগের মতো প্রত্যেক স্লুইস নিয়ন্ত্রণের জন্য স্লুইস খালাসি নিয়োগ করার দাবি জানান। কৃষি উৎপাদনের স্বার্থে তারা এসব দাবি তুলে ধরেন। কোনো স্লুইস খালকে মাছ চাষের নামে বদ্ধজলাশয় দেখিয়ে লিজ দেওয়ার সকল প্রক্রিয়া বন্ধেরও দাবি জানানো হয়।