ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ

মাইনুদ্দিন আল আতিক
  • আপডেটের সময় : ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৭০৯

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় “মালিক শ্রমিক ভাই ভাই, দেশ গড়ার বিকল্প নাই” স্লোগানকে সামনে রেখে শ্রমিকবৈষম্য দূরীকরণ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তার মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে মিছিল পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সাগর সৈকত জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য প্রদান করেন সংগঠনের মহিপুর থানা সভাপতি মো. মারুফ হাসান, পৌর সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি মো. ইমরান আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” কিন্তু আমাদের দেশে ঘাম শুকিয়ে শরীরে মজে গেলেও শ্রমিকের ন্যায্য অধিকার দেয়া হয় না। এদেশের শ্রমিকরা বৈষম্যের শিকার। তাই অন্তর্বর্তী সরকারের কাছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

এসময় শ্রমিকদের ছাঁটাইয়ের ব্যাপারে আগে অবগত করা ও যখনতখন চাকুরিচ্যুত না করতে মালিক পক্ষকে আহ্বান জানান বক্তারা।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ

আপডেটের সময় : ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় “মালিক শ্রমিক ভাই ভাই, দেশ গড়ার বিকল্প নাই” স্লোগানকে সামনে রেখে শ্রমিকবৈষম্য দূরীকরণ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তার মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে মিছিল পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সাগর সৈকত জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য প্রদান করেন সংগঠনের মহিপুর থানা সভাপতি মো. মারুফ হাসান, পৌর সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি মো. ইমরান আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” কিন্তু আমাদের দেশে ঘাম শুকিয়ে শরীরে মজে গেলেও শ্রমিকের ন্যায্য অধিকার দেয়া হয় না। এদেশের শ্রমিকরা বৈষম্যের শিকার। তাই অন্তর্বর্তী সরকারের কাছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

এসময় শ্রমিকদের ছাঁটাইয়ের ব্যাপারে আগে অবগত করা ও যখনতখন চাকুরিচ্যুত না করতে মালিক পক্ষকে আহ্বান জানান বক্তারা।