ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / ৬১৮
ধ্রুববাণী ডেস্কঃ দীর্ঘ এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এ দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
 
বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরি সময় পার করছে দলটি। মির্জা ফখরুল বলেন, কারও কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না।
 
৪৩ পেরিয়ে ৪৪ বছরে বিএনপি। কয়েক দফায় দেশ পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা সংসদের বাইরে থাকার। সাড়ে চার দশকে এসে বহুমুখী চাপে বিপর্যস্ত বিএনপি। মহাসচিব বলছেন, এত বৈরি পরিস্থিতি আগে মোকাবিলা করেনি দলটি।
 
মির্জা ফখরুল বলেন, আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি রাজনীতিতে প্রশ্ন তোলা হচ্ছে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে।
 
তিনি বলেন, এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠছে। আস্থা না থাকায় এ বিষয়ে আইনি পদক্ষেপে যাবে না বিএনপি। জিয়াউর রহমানকে ধারণ করবে বাংলাদেশের ইতিহাস।
 
বিএনপি মহাসচিবের আশা, গণআন্দোলনে বদলে যাবে পরিস্থিতি। সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া।



নিউজটি শেয়ার করুন








বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেটের সময় : ০৪:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
ধ্রুববাণী ডেস্কঃ দীর্ঘ এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এ দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
 
বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরি সময় পার করছে দলটি। মির্জা ফখরুল বলেন, কারও কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না।
 
৪৩ পেরিয়ে ৪৪ বছরে বিএনপি। কয়েক দফায় দেশ পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা সংসদের বাইরে থাকার। সাড়ে চার দশকে এসে বহুমুখী চাপে বিপর্যস্ত বিএনপি। মহাসচিব বলছেন, এত বৈরি পরিস্থিতি আগে মোকাবিলা করেনি দলটি।
 
মির্জা ফখরুল বলেন, আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি রাজনীতিতে প্রশ্ন তোলা হচ্ছে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে।
 
তিনি বলেন, এমনকি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়েও বিতর্ক উঠছে। আস্থা না থাকায় এ বিষয়ে আইনি পদক্ষেপে যাবে না বিএনপি। জিয়াউর রহমানকে ধারণ করবে বাংলাদেশের ইতিহাস।
 
বিএনপি মহাসচিবের আশা, গণআন্দোলনে বদলে যাবে পরিস্থিতি। সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া।