ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এইচ.এম.আল-আমিন-এর কবিতা “শেষ খেয়া”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / ৬৪৯

শেষ খেয়া

ভুলে কি গেছো প্রিয়! স্মৃতি কুড়ানো বসন্তের কথা।
নাকি, শত অভিমানে লুকিয়ে রেখেছো মনের ব্যথা।
মনে কি পড়ে না তোমার! অতীতের কোন সময়ে কথা?
কত বর্ষায় ভিজেছিনু দুজনে, স্মৃতিতে আজও তা রয়েছে গাঁথা।

ভুলে কি গেছো, তোমারি প্রিয় শরৎ বিকালের কথা।
আমারি হাতে রেখে হাত, বলছিলে, তুমি কতনা কথা,
আজ কোন নিয়তি কিসের বলে করেছে তোমায় পাষাণ।
বিচ্ছেদ কি তোমার নিয়তির বিচারের শ্রেষ্ঠ সমাধান?

শেষ খেয়ারি যাত্রী, আমি, আর তো সময় বেশি নাই।
খোদাই দিয়েছে ডাক, এই; পার্থিব ছাড়তে হবে, তাই
মগ্ন তুমি আজ, আছো হয়তো কোন সুখের লালসায়!
সুখে থেকো, প্রিয়, অন্য কারো বুকে, বড় অট্টালিকায়।



নিউজটি শেয়ার করুন








এইচ.এম.আল-আমিন-এর কবিতা “শেষ খেয়া”

আপডেটের সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

শেষ খেয়া

ভুলে কি গেছো প্রিয়! স্মৃতি কুড়ানো বসন্তের কথা।
নাকি, শত অভিমানে লুকিয়ে রেখেছো মনের ব্যথা।
মনে কি পড়ে না তোমার! অতীতের কোন সময়ে কথা?
কত বর্ষায় ভিজেছিনু দুজনে, স্মৃতিতে আজও তা রয়েছে গাঁথা।

ভুলে কি গেছো, তোমারি প্রিয় শরৎ বিকালের কথা।
আমারি হাতে রেখে হাত, বলছিলে, তুমি কতনা কথা,
আজ কোন নিয়তি কিসের বলে করেছে তোমায় পাষাণ।
বিচ্ছেদ কি তোমার নিয়তির বিচারের শ্রেষ্ঠ সমাধান?

শেষ খেয়ারি যাত্রী, আমি, আর তো সময় বেশি নাই।
খোদাই দিয়েছে ডাক, এই; পার্থিব ছাড়তে হবে, তাই
মগ্ন তুমি আজ, আছো হয়তো কোন সুখের লালসায়!
সুখে থেকো, প্রিয়, অন্য কারো বুকে, বড় অট্টালিকায়।