নিত্যকন্ঠ’র ১ বছর পূর্তি উদযাপন

- আপডেটের সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৩২
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ কলাপাড়া উপজেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল ‘নিত্যকন্ঠ’র ১ বছর পূর্তি ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ও আলোচোনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নিত্যকন্ঠ’র প্রকাশক ও সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, দৈনিক যায়যায়দিন’র কলাপাড়া প্রতিনিধ চঞ্চল সাহা, বাংলাদেশ প্রতিদিন’র কলাপাড়া প্রতিনিধি উত্তম হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক মিলন কর্মকার রাজু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস কে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সদস্য কবির তালুকদার, প্রনব নারায়ণ বিশ্বাস, তানভির আহাম্মেদ পাশা, নারী গণমাধ্যমকর্মী মোসাঃ সালমা কবির প্রমুখ।
এসময় বক্তারা নিত্যকন্ঠ’র দীর্ঘ এক বছরের প্রকাশনায় এর পাঠক ও দর্শকপ্রিয়তা দেখে তার প্রশংসা করেন। এছাড়াও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে দেশ ও জনগনের পাশে থাকার অনুরোধ জানান তারা। সর্বশেষ কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।