বিপ্লব বিজয় বিশ্বাস’র কবিতা ‘শত্রুতাভরা দেশ’

- আপডেটের সময় : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৬১৮
শত্রুতাভরা দেশ
বিপ্লব বিজয় বিশ্বাস
সত্যের ন্যাড়া জীবনের চাদ্দিকে দমকা অন্ধকার
বিবেকের বাতিঘর ঘিরে বেধিহীনতার চাষ
কালো মানুষেরা খোঁজে বেড়ায় কুৎসিত উত্তরাধিকার।
অশুভ পুরুষেরা ঘোরে বে-ঘোরে নাচায় তামাটে মাটি
গ্রাস করতে চায় অতীত ঐতিহ্য আমার লোকজ অহংকার।
ভোল পাল্টানো শ্বাপদ মানুষেরা বোল পাল্টিয়ে ছড়ায় গুজব
ছিটায় বিভ্রান্তি গীবত- গিলে নেবে বলে আলোর ফসল
প্রশ্ন করে বিবস্ত্র পরিবেশ,বিদ্ধ করে কৃষ্টির গৌরব।
কাশবনে কুমির ছোটে,আনন্দঘরে হাঁকে কর্কট
গোখরোরা ফোঁসফাঁস করে-ড্রাগন অগ্নি ছড়ায়
অচপনা প্রেতাত্মারা মুক্ত বাজারে নাচে বর্ণ-বিবর্ণতায়।
বিষাক্ত ধোঁয়ার দৌরাত্ম্যে ম্রিয়মান মুক্তবুদ্ধি জ্ঞান
ধর্মের অশরীরী ঝাপটায় জড়সড় চেতনার প্রাণ।
ভঙ্গুর আশার দ্বূীপে ডুবন্তপ্রায় স্বপ্নের সে কী বীভৎস চিৎকার!
আকালের ঝরে জমাকৃত জল ভয়ানক গন্ধ ছড়ায়
দাপুটে পিশাচেরা শাসায় মানুষ অযথা কাঁদায়।
অকল্যাণ নৃত্য করে বোবাঘুঙুর পায়ে থরথর ঘাঁটি
সোঁদা গন্ধে আাকুললি -বিকুলি ভাবে রুদ্ধ বাতাস ছোটে
লাশেরা স্বপ্ন দেখায় তাই মানুসের হাসপাস তল্লাটে তল্লাটে।
জীবনের বসন্ত মোহে ধেয়ে আসে বহুরূপী পঙ্গপাল উদ্দামতায়
আহত পাখির মতো লুটায় মূল্যবোধ সকাল-সন্ধ্যায়।উদ্ভ্রান্ত মানুষের মনে বদ্ধমূল নাগরিক বিভক্তির অধ্যায়।
দুর্বিনীত আকাঙ্খার পদতলে ক্লান্ত মানবতা -শ্রান্ত শিষ্টাচার
ছড়িয়ে ছিটিয়ে জ্বালা, হতাশাবিদ্ধ জৈবিক কলা
অচেনা সময় তৃপ্তি খোঁজে ছদ্মবেশি অমাবস্যার শূন্য গুহায়
সাম্য-সৌম্য পোড়ে ছারখার দুর্বৃত্তরা মরণঘাতি খেলায়।
ঢঙিবেশে দুর্মুখেরা দেশপ্রেমের বাজার জুড়ে করে বসবাস
চেতনার রন্ধ্রে রন্ধ্রে কর্কট-মর্কট মিলে সাজায় সন্ত্রাস।
আতংকের কোপানলে নিরীহ মানুষ ভয়ে কাঁপে শুধু,
প্রেমকুঞ্জে বুঝি জিনের আছর-অশনি ঘন্টা বাজে
উশৃঙ্খলতার উদ্দামতায় অবাধ্য শক্তিরা রণসাজ সাজে
গভীর সংকটে আমরা- শত্রুতাভরা দেশ।