ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুজিৎ চন্দ্র রায়-এর কবিতা ‘লাল সূর্য্য’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৬৩৪

লাল সূর্য্য
সুজিৎ চন্দ্র রায়


আমি আজ লাল সূ্র্যের উদয় দেখেছি,
বসে আছি পাহাড়ের পাদদেশে।
সূর্যটা কুয়াশার চাদরে ডেকে গেছে,
রাবার বাগানের চুড়ায় আগুন বেশে।

শীতের প্রচন্ড তীব্রতায় বসে বসে কাপছি,
চেয়ে আছি সূ্র্যের আলোক রশ্মির প্রতি।
কখন এসে লাগবে আমার গায়ে,
আমি অধীর আগ্রহে অপেক্ষায় কর্মবিরতি।

বেশ কদিন যাবৎ আমি সূ্র্যের উদয় দেখি,
আজকের দিনে আমি সূ্র্যের বিশেষ কিছু উপলব্ধি করছি।
এবং সৃষ্টি কর্তার প্রতি সন্তুষ্টি জানাই,
আমাকে এমন নিরালায় বসে তার সৃষ্টি উপভোগ করতে দেয়ার জন্য।

হঠাৎ মনটা খারাপ হয়ে গেল,
একরাশ কুয়াশা সূর্য্যটাকে ডেকে দিল।
শরীরে কাপনের পরিমান বেড়ে গেল,
আজ বুঝি আর সূ্র্যের তাপ গায়ে লাগবে না।

কুয়াশার তীব্রতায় বুঝতে পারি এটা সৃষ্টির প্রদেয়,
আমার জন্যই।
আমাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে,
শীত কুয়াশা আর সূর্যের তাপের পার্থক্য।

একদিন হয়তো মাঠির সাথে মিশে যাব,
প্রকৃতির এমন রুপ চোখে দেখব না।
এমন সূর্য্য দেখা ভোর হয়তো পাবনা,
বসে থাকবনা হাজারো পাহাড়ের ভীড়ে।

লাল সূ্র্যের এমন স্পর্শ পাবনা,
সৃষ্টিকে জানাই একরাশ ভালবাসা।
প্রভুকে জানাই বিনীত প্রার্থনা,
দর্শনে লাল সূ্র্যের ভোর।



নিউজটি শেয়ার করুন








সুজিৎ চন্দ্র রায়-এর কবিতা ‘লাল সূর্য্য’

আপডেটের সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

লাল সূর্য্য
সুজিৎ চন্দ্র রায়


আমি আজ লাল সূ্র্যের উদয় দেখেছি,
বসে আছি পাহাড়ের পাদদেশে।
সূর্যটা কুয়াশার চাদরে ডেকে গেছে,
রাবার বাগানের চুড়ায় আগুন বেশে।

শীতের প্রচন্ড তীব্রতায় বসে বসে কাপছি,
চেয়ে আছি সূ্র্যের আলোক রশ্মির প্রতি।
কখন এসে লাগবে আমার গায়ে,
আমি অধীর আগ্রহে অপেক্ষায় কর্মবিরতি।

বেশ কদিন যাবৎ আমি সূ্র্যের উদয় দেখি,
আজকের দিনে আমি সূ্র্যের বিশেষ কিছু উপলব্ধি করছি।
এবং সৃষ্টি কর্তার প্রতি সন্তুষ্টি জানাই,
আমাকে এমন নিরালায় বসে তার সৃষ্টি উপভোগ করতে দেয়ার জন্য।

হঠাৎ মনটা খারাপ হয়ে গেল,
একরাশ কুয়াশা সূর্য্যটাকে ডেকে দিল।
শরীরে কাপনের পরিমান বেড়ে গেল,
আজ বুঝি আর সূ্র্যের তাপ গায়ে লাগবে না।

কুয়াশার তীব্রতায় বুঝতে পারি এটা সৃষ্টির প্রদেয়,
আমার জন্যই।
আমাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে,
শীত কুয়াশা আর সূর্যের তাপের পার্থক্য।

একদিন হয়তো মাঠির সাথে মিশে যাব,
প্রকৃতির এমন রুপ চোখে দেখব না।
এমন সূর্য্য দেখা ভোর হয়তো পাবনা,
বসে থাকবনা হাজারো পাহাড়ের ভীড়ে।

লাল সূ্র্যের এমন স্পর্শ পাবনা,
সৃষ্টিকে জানাই একরাশ ভালবাসা।
প্রভুকে জানাই বিনীত প্রার্থনা,
দর্শনে লাল সূ্র্যের ভোর।