ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি বেল্লাল হাওলাদারের জন্মদিন উপলক্ষ্যে শঙ্করী সাহা রচিত কবিতা “নিজের নামে”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / ৬৭৯

“আজ প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সম্পাদক কবি জনাব বেল্লাল হাওলাদারে জন্মদিন। এই গুণি কবি ও সংগঠকের অনাগত আগামী হোক সুন্দর ও সাফল্যমন্ডিত। এই কামনা করি শুভ জন্মদিনে কবির জন্য আমার এই সামান্য লেখা।”
–কবি শঙ্করী সাহা 

নিজের নামে
শঙ্করী সাহা

পিতার নামে চিনবে সবে
এটা কাম্য নয়,
আপন গুণে পিতাকে চেনে
আসবে তবে জয়।

বাবা মায়ের মনের আশা
পূরণ যদি হয়,
আপন কর্মে চলতে হবে
মাথা উঁচু রয়।

জ্ঞানে মানে বড় হলেই
ভরে পিতার বুক,
বিশ্ব মাঝে নিজের কর্মে
মনে থাকবে সুখ।

জন্ম হোক না যথা তথা
কর্ম ভালো হোক,
ভবের মাঝে কাজের গুণে
চিনবে কতো লোক।

পিতা স্বর্গ পিতা ধর্ম
এটাই সেরা থাক,
নিজের নামে পিতার মান
আরও বেড়ে যাক।



নিউজটি শেয়ার করুন








কবি বেল্লাল হাওলাদারের জন্মদিন উপলক্ষ্যে শঙ্করী সাহা রচিত কবিতা “নিজের নামে”

আপডেটের সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

“আজ প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সম্পাদক কবি জনাব বেল্লাল হাওলাদারে জন্মদিন। এই গুণি কবি ও সংগঠকের অনাগত আগামী হোক সুন্দর ও সাফল্যমন্ডিত। এই কামনা করি শুভ জন্মদিনে কবির জন্য আমার এই সামান্য লেখা।”
–কবি শঙ্করী সাহা 

নিজের নামে
শঙ্করী সাহা

পিতার নামে চিনবে সবে
এটা কাম্য নয়,
আপন গুণে পিতাকে চেনে
আসবে তবে জয়।

বাবা মায়ের মনের আশা
পূরণ যদি হয়,
আপন কর্মে চলতে হবে
মাথা উঁচু রয়।

জ্ঞানে মানে বড় হলেই
ভরে পিতার বুক,
বিশ্ব মাঝে নিজের কর্মে
মনে থাকবে সুখ।

জন্ম হোক না যথা তথা
কর্ম ভালো হোক,
ভবের মাঝে কাজের গুণে
চিনবে কতো লোক।

পিতা স্বর্গ পিতা ধর্ম
এটাই সেরা থাক,
নিজের নামে পিতার মান
আরও বেড়ে যাক।