শাহরিয়ার মাহমুদ ছামিরের কবিতা ‘আপন’

- আপডেটের সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৬১৮
আপন
শাহরিয়ার মাহমুদ ছামির
হায়, কেন এলাম এই দুদিনের দুনিয়ায়,
হায়, যদি না হতো আমার জন্মটাই।
হায়, ক্রমে ক্রমে দিন চলে যায়,
হায়, ওই কবর রয়েছে আমারই অপেক্ষায়।
ছুটে চলেছি মরীচিকার পেছনে,
করি যে কত পাপ আমি গোপনে।
চলে যাওয়ার কথা মনেই থাকে না,
রবের কথা স্মরণই করি না।
তবুও আমি যেতে চাই ওই সুন্দর জান্নাতে,
সেখানে যাওয়ার জন্য আলোটা কি রয়েছে আমার সাথে।
যদি পুলসিরাত পার হতে গিয়ে পথটাই না দেখি,
তাহলে ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো কি ?
যদি দাঁড়ায় রবের সামনে দেবো বলো কী জবাব,
এই জীবনে করেছি আমি হাজার-লক্ষ পাপ।
যদি দেখা হয় রাসুলের সাথে বলবেন কি তার উম্মত,
কখনো তো পালন করিনি তার একটাও সুন্নত।
যদি আমার জন্য রবের দয়ার সাগর উতলিয়ে না উঠে,
আমার কপালে তখন যদি জাহান্নামটাই জোটে।
যদি আমার রব আমায় কখনো ক্ষমাই না করেন,
যদি আমার দিক থেকে তার দয়ালু মুখটা ফিরিয়ে নেন।
যদি আমার মাথায় ঢালা হয় জাহান্নামের গরম লাভা,
যদি আমায় মারে জাহান্নাম তার ভয়ানক সব থাবা।
তখন বলো কী হবে আমার,
উপায় তো থাকবে না কোথাও পালাবার।
তাই আজ তাওবা করে তাঁর দিকে ফিরে আসতে চাই,
চাওয়া শুধু একটাই, যেন শহীদি মরণ পায়।
হে আমার রব, আমায় তুমি দিও ইমানী মরণ,
সব পাপ ক্ষমা করে তুমি করে নাও তোমার আপন।