ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাকিল মাহমুদ শাহিনের কবিতা ‘মায়াবী নায়িকা জ্যোতি’

কেয়াফুল
  • আপডেটের সময় : ০৩:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৬৩৪

মায়াবী নায়িকা জ্যোতি
শাকিল মাহমুদ শাহিন


রূপেগুণে মায়াবতী সে নামটি
যে তাহার জ্যোতি
ভালো অভিনয় করার আছে
তার যে কত গতি।

অসাধারণ অভিনয় করে
দর্শক দেখার মত
তার নাটক দেখতে আসে
মানুষ হয় যে কত।

রুপবান কমলা কত চরিত্রে
ছিল যে আরো রেখা
সব নাটকের ভিডিও দেখলে
পাবেন জ্যোতির দেখা।

কাশেম মালার প্রেম নাটকে
ছিল জ্যোতি মালা
চমৎকার অভিনয় করেছিল
সুন্দর গানের গলা।

যাত্রা জগতের সবার দেখা
নায়িকা সবার সেরা
অভিনয় যখন করে জ্যোতি
চারদিকে দর্শক ঘেরা।

এই নায়িকা শাবানা অপেরায়
জামালপুর আছে ভাই
অভিনয় দেখে মুগ্ধ হয় দর্শক
তুলনা যে তার নাই।

এত সুন্দর ব্যবহার তার যে
মুখে মিষ্টি কথা
জ্যোতির কথায় কোন দর্শক
পাইনি ব্যথা।

মায়াবী তুমি অপরুপা নায়িকা
জ্যোতি খন্দকার
তোমার অভিনয় দেখতে সবার
ইচ্ছে হয় বারবার।



নিউজটি শেয়ার করুন








শাকিল মাহমুদ শাহিনের কবিতা ‘মায়াবী নায়িকা জ্যোতি’

আপডেটের সময় : ০৩:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

মায়াবী নায়িকা জ্যোতি
শাকিল মাহমুদ শাহিন


রূপেগুণে মায়াবতী সে নামটি
যে তাহার জ্যোতি
ভালো অভিনয় করার আছে
তার যে কত গতি।

অসাধারণ অভিনয় করে
দর্শক দেখার মত
তার নাটক দেখতে আসে
মানুষ হয় যে কত।

রুপবান কমলা কত চরিত্রে
ছিল যে আরো রেখা
সব নাটকের ভিডিও দেখলে
পাবেন জ্যোতির দেখা।

কাশেম মালার প্রেম নাটকে
ছিল জ্যোতি মালা
চমৎকার অভিনয় করেছিল
সুন্দর গানের গলা।

যাত্রা জগতের সবার দেখা
নায়িকা সবার সেরা
অভিনয় যখন করে জ্যোতি
চারদিকে দর্শক ঘেরা।

এই নায়িকা শাবানা অপেরায়
জামালপুর আছে ভাই
অভিনয় দেখে মুগ্ধ হয় দর্শক
তুলনা যে তার নাই।

এত সুন্দর ব্যবহার তার যে
মুখে মিষ্টি কথা
জ্যোতির কথায় কোন দর্শক
পাইনি ব্যথা।

মায়াবী তুমি অপরুপা নায়িকা
জ্যোতি খন্দকার
তোমার অভিনয় দেখতে সবার
ইচ্ছে হয় বারবার।