কবি মোঃ বেল্লাল হাওলাদারের জন্মদিন উপলক্ষ্যে জাবেদুল ইসলাম তুহিন রচিত কবিতা “শুভ জন্মদিন”

- আপডেটের সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ৬৬৯
শুভ জন্মদিন
জাবেদুল ইসলাম তুহিন
শুভ জন্মদিন হে আলোকিত সাহিত্যনুরাগী-
শুভ হোক সুদীর্ঘ পথচলা এই কামনা করি,
ভালোবেসে যতো রেখেছি মনের মন্দিরে
মায়ার বন্ধনে, কভু যাবেনা এ বন্ধন ছিঁড়ে।
মানবের তরে উৎসর্গ জীবন আমি দেখেছি
তাই তো বারবার আপনার গুন গাহি হে কবি,
দূষিত সমাজের বুকে শক্ত ও প্রবল আশ্বাসে
আপনি রবেন জীবন্ত ও ফুটন্ত আলোর দিশারি।।
কতো মানুষ পেলাম ক্ষুদ্র এই জীবনে বহুবার যতো
পেলাম না তো এমন হাসি মাখা মানুষটি আপনার মতো
আমার জীবন স্বার্থক, ধন্য আমি এ ধরায় ধন্য
আমার সমস্ত ভালোবাসা আর শ্রদ্ধা আপনার জন্য।
রোগে শোকে ভেঙে পড়ে ছন্ন ছড়া হলাম যখন-
খুঁজে ফিরেছি আমাকে শান্তনা দেবে কেউ একজন
আমি ফিরে ফিরে জীবনের তীরে বারবার ভুল করে
মানিক চিনিনি, চিনিনি তখনো আপনিই রতন।
বাবাকে হারিয়েছি অনেক আগে স্কুল বয়সে
তাই আপনি যে আমার বড় ভাই, বাবার মতন।।
সার্থক হোক আপনার সুন্দর মনের বাসনা,
বাংলা সাহিত্যে হোক আপনার সুদীর্ঘ পথ চলা।।
যতো দিন বাঁচি ছাড়ি আর ছাড়েন এই নয় ভালোবাসা,
আপনার জন্য বুকের ভেতর সদা রাখি শ্রদ্ধা।
শুভ জন্মদিন হে আলোকিত সাহিত্যনুরাগী-
শুভ হোক সুদীর্ঘ পথচলা এই কামনা করি,
ভালোবেসে যতো রেখেছি মনের মন্দিরে
মায়ার বন্ধনে, কভু যাবেনা এ বন্ধন ছিঁড়ে।
মানবের তরে উৎসর্গ জীবন আমি দেখেছি
তাই তো বারবার আপনার গুন গাহি হে কবি,
দূষিত সমাজের বুকে শক্ত ও প্রবল আশ্বাসে
আপনি রবেন জীবন্ত ও ফুটন্ত আলোর দিশারি।।
কতো মানুষ পেলাম ক্ষুদ্র এই জীবনে বহুবার যতো
পেলাম না তো এমন হাসি মাখা মানুষটি আপনার মতো
আমার জীবন স্বার্থক, ধন্য আমি এ ধরায় ধন্য
আমার সমস্ত ভালোবাসা আর শ্রদ্ধা আপনার জন্য।
রোগে শোকে ভেঙে পড়ে ছন্ন ছড়া হলাম যখন-
খুঁজে ফিরেছি আমাকে শান্তনা দেবে কেউ একজন
আমি ফিরে ফিরে জীবনের তীরে বারবার ভুল করে
মানিক চিনিনি, চিনিনি তখনো আপনিই রতন।
বাবাকে হারিয়েছি অনেক আগে স্কুল বয়সে
তাই আপনি যে আমার বড় ভাই, বাবার মতন।।
সার্থক হোক আপনার সুন্দর মনের বাসনা,
বাংলা সাহিত্যে হোক আপনার সুদীর্ঘ পথ চলা।।
যতো দিন বাঁচি ছাড়ি আর ছাড়েন এই নয় ভালোবাসা,
আপনার জন্য বুকের ভেতর সদা রাখি শ্রদ্ধা।