ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বজিৎ কুমার ধর-এর কবিতা “কাজী নজরুল ইসলাম”

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ৬৪৩

কাজী নজরুল ইসলাম
বিশ্বজিৎ কুমার ধর

জন্ম তাং ১১জৈষ্ঠ ১৩০৬ সাল
জন্মস্থান পশ্চিম বর্ধমান জেলা,
শিশুকালে কত দূরন্তপনায়
কেটেছে নজরুলের বেলা।

আমাদের কবি কাজী নজরুলের
জন্ম হয় দরিদ্র পরিবারে,
গ্রামের সবাই আদরে-যতনে
দুখু মিয়া নাম দেয় তারে।

আমাদের কবি শিশু নজরুল
দুখু ছিল তার নাম,
জীবিকার তাগিদে হোটেলে হোটেলে
কাজ করতো অবিরাম।

ছোটোবেলা থেকেই নজরুলের ছিল
কবি কবি ভাব মনেতে,
তাইতো শত কষ্ট সয়ে
লিখতো কাজের ফাঁকেতে।

ঝাঁকড়া চুলের বাবরী দুলানো
চেহারায় ভারী সেয়ানা,
জ্ঞানে আর গুনে অতুলনীয় নজরুল
চোখগুলো টানা টানা।

আমাদের কবি কাজী নজরুল
বিদ্রোহী বলে খ্যাত,
বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী
বাঙালি কবি বলে অভিহিত।

আমাদের কবি কাজী নজরুলের
বাংলা সাহিত্যে আছে অবদান,
ভিন্নমুখী মেধার অধিকারী বলে
জাতীয় কবি মর্যাদা পান।

আমাদের কবি কাজী নজরুলের
মৃত্যু ১২ ভাদ্র ১৩৮৩ সনে,
মরেও তিনি হয়েছেন অমর
প্রতিটি বাঙালির মনে।



নিউজটি শেয়ার করুন








বিশ্বজিৎ কুমার ধর-এর কবিতা “কাজী নজরুল ইসলাম”

আপডেটের সময় : ০৮:৪২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

কাজী নজরুল ইসলাম
বিশ্বজিৎ কুমার ধর

জন্ম তাং ১১জৈষ্ঠ ১৩০৬ সাল
জন্মস্থান পশ্চিম বর্ধমান জেলা,
শিশুকালে কত দূরন্তপনায়
কেটেছে নজরুলের বেলা।

আমাদের কবি কাজী নজরুলের
জন্ম হয় দরিদ্র পরিবারে,
গ্রামের সবাই আদরে-যতনে
দুখু মিয়া নাম দেয় তারে।

আমাদের কবি শিশু নজরুল
দুখু ছিল তার নাম,
জীবিকার তাগিদে হোটেলে হোটেলে
কাজ করতো অবিরাম।

ছোটোবেলা থেকেই নজরুলের ছিল
কবি কবি ভাব মনেতে,
তাইতো শত কষ্ট সয়ে
লিখতো কাজের ফাঁকেতে।

ঝাঁকড়া চুলের বাবরী দুলানো
চেহারায় ভারী সেয়ানা,
জ্ঞানে আর গুনে অতুলনীয় নজরুল
চোখগুলো টানা টানা।

আমাদের কবি কাজী নজরুল
বিদ্রোহী বলে খ্যাত,
বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী
বাঙালি কবি বলে অভিহিত।

আমাদের কবি কাজী নজরুলের
বাংলা সাহিত্যে আছে অবদান,
ভিন্নমুখী মেধার অধিকারী বলে
জাতীয় কবি মর্যাদা পান।

আমাদের কবি কাজী নজরুলের
মৃত্যু ১২ ভাদ্র ১৩৮৩ সনে,
মরেও তিনি হয়েছেন অমর
প্রতিটি বাঙালির মনে।