এসআরওএসবি সমিতির আওতাভুক্ত মসজিদ-মন্দিরের বেতনভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

- আপডেটের সময় : ০১:১০:১১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৬৬৮
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুরে এসআরওএসবি সমবায় সমিতির সভাপতি ও নির্বাহী কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি ও সমিতির আওতাভুক্ত মসজিদ-মন্দির ও মক্তব-মাদরাসার বেতনভাতা বন্ধের প্রতিবাদ ও পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় সমিতির সামনের সড়কে ইমাম, মুয়াজ্জিন, মাদরাসাশিক্ষক ও পুরোহিতসহ সমিতির সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এসআরওএসবি সমবায় সমিতির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন, শাহআলম হাওলাদার ও মিজানুর রহমান বুলেটসহ ইমাম ও পুরোহিতরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জানান, মহিপুর এসআরওএসবি সমিতি প্রতিষ্ঠার পর থেকেই ৪০ টি মসজিদ, ১২ টি মক্তব, ৪ টি হাফেজি মাদ্রাসা ও ৫ টি মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিন ও শিক্ষকদের বেতনভাতা প্রদান করে আসলেও ২০২০ সালে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটি তা বন্ধ করে দেয়। এতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে।
বক্তারা এসব প্রতিষ্ঠানের বেতনভাতা পুনরায় চালু করার এবং সমিতির বর্তমান কমিটির অন্যায়-অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি জানান।