সুজিৎ চন্দ্র রায়-এর কবিতা ‘নদীর সাথে’

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৬৬৫
নদীর সাথে
সুজিৎ চন্দ্র রায়
নদী মাতৃক দেশ মোদের,
মিশি নদীর সাথে।
পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা,
আছে সুরমা সাথে।
শাখা সুরমার জলে প্রথম,
নাইতে শিখা হয়।
নদীর সাথে জীবন মোদের,
এমনি আপন হয়।
নদীর জলে জাল ফেলে,
মাছ ধরেছি কতো।
তখন থেকে নদীর সাথে,
গল্প আছে কতো।
পালের নৌকা হাওয়ায় ভেসে,
চলে নদীর বুকে।
মাঝির কন্ঠে ভাটির সুর,
শুনি নদীর বুকে।
নদীর সাথে আপন জীবন,
চলছে ভেসে ভেসে।
পাইনা নদীর কূল কিনারা,
যাচ্ছে জীবন ভেসে।
দিরাই সুনামগঞ্জ, বাংলাদেশ।