ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাব হোসেনের কবিতা ‘ফেলিও না দীর্ঘশ্বাস’

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৬৬৬

ফেলিও না দীর্ঘশ্বাস!
সোহরাব হোসেন


যদিও ওরা মানুষ,ওদেরও রক্ত লাল,
মুসলিম প্রেক্ষাপটে ওরা সর্বত্রই বে-হালাল।
মানব মনে বহু স্বপ্ন, বহুত চিন্তা!
সব চিন্তা কি বাস্তব হয়?
না! কিছুটা ঘটে, কিছুটা অবাস্তব রয়ে যায়।
দুঃখ,যন্ত্রণা,অবিচার,হানাহানি যুদ্ধ-বিগ্রহ, হতাশা,
এগুলোও তো বিরাজ করছে ওদের মানব মনে!
যার মুলে বিরাজ করছে ইসরায়েল বাস্তব চিন্তা।
আলআকসা মসজিদ ধ্বংস করা,
বিনিময়ে নিজ অধিকার প্রতিষ্ঠা করা!
ওদের মনুষ্যত্ব বির্সজনের পথে,
ধর্ষিত হয়েছে ওদের বিবেক
যা হারিয়েছে ওরা, ওদের সৃষ্টিলগ্নে!
মানব হৃদয়ে প্রবেশ ওদের এক প্রকার পশুত্ব,
কারণ – ওরা ইহুদি ওরা বিশ্বাসঘাতক
ওরা জুলুমবাজ ওরা লুটেরা,
ওরা মুখোশধারী দজ্জাল।
ওরা দেখতে মানুষ বটে ওদের রক্ত লাল হলেও
ওরা মানুষ রুপি জানোয়ার ইসলামের ঘোরশত্রু।
নয় ওরা আপন, নয় কোন চেনা মুখ।
ইসলামের রক্ষায় ফিলিস্তিন আজ খুঁজে বেড়ায়
মুসলিম রাষ্ট্রের সুদৃঢ় বন্ধুত্বের রুপ।
শূন্য হাত ক্লান্ত সৈনিক, ফিলিস্তিনকে নিরস্ত্র রেখো না!
শৈর্য্য বীর্যে বীরত্বের বেশে শক্তিশালীরা যাও এগিয়ে।
আঁচলে বাঁধো একটুকরো বিশ্বাস ।
করতে হবে মুসলিম রাষ্ট্রের জয়।
ফেলিও না দীর্ঘশ্বাস!

সারিয়াকান্দি, বগুড়া।



নিউজটি শেয়ার করুন








সোহরাব হোসেনের কবিতা ‘ফেলিও না দীর্ঘশ্বাস’

আপডেটের সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

ফেলিও না দীর্ঘশ্বাস!
সোহরাব হোসেন


যদিও ওরা মানুষ,ওদেরও রক্ত লাল,
মুসলিম প্রেক্ষাপটে ওরা সর্বত্রই বে-হালাল।
মানব মনে বহু স্বপ্ন, বহুত চিন্তা!
সব চিন্তা কি বাস্তব হয়?
না! কিছুটা ঘটে, কিছুটা অবাস্তব রয়ে যায়।
দুঃখ,যন্ত্রণা,অবিচার,হানাহানি যুদ্ধ-বিগ্রহ, হতাশা,
এগুলোও তো বিরাজ করছে ওদের মানব মনে!
যার মুলে বিরাজ করছে ইসরায়েল বাস্তব চিন্তা।
আলআকসা মসজিদ ধ্বংস করা,
বিনিময়ে নিজ অধিকার প্রতিষ্ঠা করা!
ওদের মনুষ্যত্ব বির্সজনের পথে,
ধর্ষিত হয়েছে ওদের বিবেক
যা হারিয়েছে ওরা, ওদের সৃষ্টিলগ্নে!
মানব হৃদয়ে প্রবেশ ওদের এক প্রকার পশুত্ব,
কারণ – ওরা ইহুদি ওরা বিশ্বাসঘাতক
ওরা জুলুমবাজ ওরা লুটেরা,
ওরা মুখোশধারী দজ্জাল।
ওরা দেখতে মানুষ বটে ওদের রক্ত লাল হলেও
ওরা মানুষ রুপি জানোয়ার ইসলামের ঘোরশত্রু।
নয় ওরা আপন, নয় কোন চেনা মুখ।
ইসলামের রক্ষায় ফিলিস্তিন আজ খুঁজে বেড়ায়
মুসলিম রাষ্ট্রের সুদৃঢ় বন্ধুত্বের রুপ।
শূন্য হাত ক্লান্ত সৈনিক, ফিলিস্তিনকে নিরস্ত্র রেখো না!
শৈর্য্য বীর্যে বীরত্বের বেশে শক্তিশালীরা যাও এগিয়ে।
আঁচলে বাঁধো একটুকরো বিশ্বাস ।
করতে হবে মুসলিম রাষ্ট্রের জয়।
ফেলিও না দীর্ঘশ্বাস!

সারিয়াকান্দি, বগুড়া।