কবি মোঃ বেল্লাল হাওলাদারের জন্মবার্ষিকী স্মরণে রচিত কবিতা “সে গান সবারই মনে পড়বে”

- আপডেটের সময় : ১০:২২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ৭০৯
সে গান সবারই মনে পড়বে
ডা.শামস রহমান
জন্মদিনে তোমায় কি দেবো বলো আজ, আর্শীবাদ আর উপহার?
আমার মন বলে যে এত আয়োজন মাঝে, ফিকে পড়ে যাবে মণিহার
তোমার পথ যে প্রশস্ত আগামীতে, ব্যাপ্তি ছড়াক সবার প্রাণে
তুমি যেমন গাইলে এতকাল গাঁথা গান, ভেসে উঠুকৎসবার মনে!
কোন স্তুতি প্রশংসা বাণী নয় বন্ধু, আজও শুনালে যত কাব্যে
মনে পড়ে সব সেদিনের কথা, পথচলা শুরুর ছ’টি বছর হলো রেখেছি পদচিহ্ন তব!
এতোটুকুই আজ দিলাম তোমায়, সে হৃদয়ের ভাষা
পড়ে নিও
যত তারা আছে আকাশে দেখা যায় কি তাদের, লুকিয়ে থাকব আমিও।
কে যেন বলে খেয়া তোর ঘাটে বাঁধা আছে ওরে, নিয়ে চল তারে সামনে
মনের মাঝে এ কোন দ্বিধা দ্বন্দ্ব, কাটে না পড়ে আছি কূলে একা আনমনে!
যত দিন যায় কবিতা কত কি শেখায়, মানুষের মনে এনে দেয় প্রশান্তি
একটু পরশ দিও তারে অবসরে, লেখনী অনন্তকাল হবে না ক্ষান্ত
কার কত অনুরাগ কবিতার আসরে, ভরবে নিত্যনতুন গাঁথা ছন্দ
সেই কথাটি মনে রেখো পথ চলতে কভু, ছিলাম পাশে যারে বলো কলম বন্ধু!
রচনাকালঃ ১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/২৫ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ