শাহীন শাহ এর- কবিতা “মুখোশধারী “

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৬৩
মুখোশধারী
শাহীন শাহ
মিষ্টি সুরে মিষ্টি কথা,
বলো তুমি মানুষ।
নিজের স্বার্থে অন্ধ তুমি,
উড়াও রঙের ফানুস।
মুখে তোমার জাদু আছে,
বুলাও হরেক বুলি।
চলার পথে পেলে বাঁধা,
চালাও তুমি গুলি।
লেবাস ধরো অতি সরল,
মনে নাই যে পাপটা।
বিনে পয়সায় চলে রোজই
মাথায় নাই যে চাপটা।
করছো ভারী পাপের পাল্লা,
গায়ে মেখে আতর।
রোজ হাশরে দিতে জবাব,
হৃদয় হবে কাতর।
লোভে পড়ে ঈমান বিক্রি,
সেজে সরল কাজি।
তাই ‘ত বুঝি রটে গেছে,
তুমি একটা পাজি।
রচিত সময়: ০৪-০৯-২০২৩
@শাহীন শাহ
সদর,ময়মনসিংহ।