রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের তরবিয়ত অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৬১৩
আসাদুজ্জামান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখা কর্তৃক তরবিয়ত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলার বাহেরচর সদর আব্দুল আলী তালুকদার কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ইসলামী আন্দোলন রাঙ্গাবালী শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি আমির হোসেন মোল্লা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ সভাপতি মোঃ সেলিম মিয়া এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি আর আই এম ওয়াহিদুজ্জামান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার দায়িত্বশীল ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, মুজাহিদ কমিটির, যুব আন্দোলনের, শ্রমিক আন্দোলনের, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।