রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার উপহার

- আপডেটের সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৬৪০
মোঃ আআকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ২টি সিলিন্ডার সহ করোনা প্রতিরোধের চিকিৎসা সসরন্জাম প্রদান করা হয়েছে।
রোববার (২২ আগষ্ট) রাণীশংকৈল উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য সরন্জাম তুলে দেওয়া হয়।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের চিকিৎসা সহায়তায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার ও করোনা প্রতিরোধে অন্যান্য সরন্জাম উপহার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সদস্য ও রাণীশংকৈল উপজেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বিশ্বাস।
অক্সিজেন সিলিন্ডার গ্রহণের এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এতে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল মুনিইম, বিএনপি নেত্রী মনিরা বিশ্বাস, রাণীশংকৈল উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিআই নরুজ্জামান বকুল। আলোচনা শেষে মনিরা বিশ্বাস প্রধান অতিথির মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক উপহার দেন।