ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাকিল মাহমুদ শাহিন-এর কবিতা ‘সত্যে চিরকাল বেঁচে থাকবে’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৫৯০
  • সত্যে চিরকাল বেঁচে থাকবে
    শাকিল মাহমুদ শাহিন

    সত্যে তুলে ধরো মানুষ
    সত্যে তুলে ধরো
    নচেৎ তোমরা অমানুষের
    মার খেয়ে মরো।

    উচিৎ কথা বলতে গেলে
    তার বিরুদ্ধে লাগে
    মারামারি আর আহাজারি
    এসব ছিলনা আগে।

    সত্যে বলতে গেলে আবার
    তালা মারে মুখে
    নীতি আজ বিলীনের পথে
    কষ্ট পাই ধুকেধুকে।

    অনিয়ম ভূবণে করছে যারা
    তথ্য হবে ফাঁস
    পাপ যেদিন তাদের পূণ্য হবে
    সেদিন খাবে বাঁশ।

    বিশ্বের মানুষ জেগে উঠলে
    দূনীতি হবে বন্ধ
    গড়ছে যারা টাকার পাহাড়
    তাদের করো অন্ধ।

    জোর করে ক্ষমতায় থাকা
    আসবেনাতো কাজে
    প্রতিনিয়ত মানুষগুলো আজ
    বলছে তাদের বাজে।

    সত্যে থাকবে চিরকাল বেঁচে
    মিথ্যার পরাজয়
    অবশেষে যারা দূর্নীতি করছে
    বুঝবে নিশ্চয়ই।



নিউজটি শেয়ার করুন








শাকিল মাহমুদ শাহিন-এর কবিতা ‘সত্যে চিরকাল বেঁচে থাকবে’

আপডেটের সময় : ০৮:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • সত্যে চিরকাল বেঁচে থাকবে
    শাকিল মাহমুদ শাহিন

    সত্যে তুলে ধরো মানুষ
    সত্যে তুলে ধরো
    নচেৎ তোমরা অমানুষের
    মার খেয়ে মরো।

    উচিৎ কথা বলতে গেলে
    তার বিরুদ্ধে লাগে
    মারামারি আর আহাজারি
    এসব ছিলনা আগে।

    সত্যে বলতে গেলে আবার
    তালা মারে মুখে
    নীতি আজ বিলীনের পথে
    কষ্ট পাই ধুকেধুকে।

    অনিয়ম ভূবণে করছে যারা
    তথ্য হবে ফাঁস
    পাপ যেদিন তাদের পূণ্য হবে
    সেদিন খাবে বাঁশ।

    বিশ্বের মানুষ জেগে উঠলে
    দূনীতি হবে বন্ধ
    গড়ছে যারা টাকার পাহাড়
    তাদের করো অন্ধ।

    জোর করে ক্ষমতায় থাকা
    আসবেনাতো কাজে
    প্রতিনিয়ত মানুষগুলো আজ
    বলছে তাদের বাজে।

    সত্যে থাকবে চিরকাল বেঁচে
    মিথ্যার পরাজয়
    অবশেষে যারা দূর্নীতি করছে
    বুঝবে নিশ্চয়ই।