কবি তৌফিক আহমেদ রিপন- এর কবিতা “বন্ধু তুমি সেই “

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:১৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৭২৯
বন্ধু সেই তুমি
মোঃ তৌফিক ভূইয়া রিপন
প্রকাশ -উনিশ /সাত/তেইশ খৃষ্টাব্দ।
বন্ধু বিহীন মরুভূমি এ জীবন,
তোমাকে পেয়ে করেছিলাম যে আপন।
তুমি সকালের ভাললাগা মিষ্টি রোদ্দুর,
যেখানেই থাকো না কেনো থাকো যতো বহুদূর।
হাতের স্পর্শই ছোয়া নয়,
কিছু কথা হৃদয় ছুয়ে যায়।
এমন কিছু কথা আছে,
যে কথা দাগ কাটে হৃদয়ে।
সরি শুধু একটি শব্দ বা কথা নয়,
সরি কথার মাঝে অনেক কিছু লুকায়িত রয়।
সরি বললে ভালবাসা যায়না কমে,
সরি বললে ভালবাসা আরও যায় যে বেড়ে।
তোমায় প্রিয় জীবনে সাথে পেয়ে,
সঠিক পথ তুমি দিয়েছিলে দেখিয়ে।
জীবনে প্রকৃত মানুষ চেনার,
তুমি আমার সহকারী কারিগর।
ভালবাসা ছড়িয়ে দিলে মোর প্রাণে,
হৃদয়ের প্রতিটি কোণে কোণে।
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তোমার ভালবাসা আছে ছড়িয়ে,
শুধুমাত্র সরি বলতে না পারার কারণে আজ তুমি নেই পাশে।