কবি সোহরাব হোসেন -এর কবিতা “মানবতা তুমি কোথায়?”

- আপডেটের সময় : ০৪:৪৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ৭০০
মানবতা তুমি কোথায় ?
সোহরাব হোসেন
ছুটছি আজ শুধুই ছুটছি আর ভাবছি –
বড় ক্লান্ত হয়ে জানতে চাচ্ছি –
মানবতা তুমি কোথায় ?
দূরবীনে দেখিয়া পথ হচ্ছে নিরাকার,
মানবতা তুমি কি সত্যিই আছ ওপার?
গ্রামে মাতবর সাব করছে শালিস
মুখে তার আজিজ বিড়ি,
মাঝে মধ্যেই দিচ্ছে সুখটান!
আবার মুখে তার বড়ো বড়ো বুলি-
দুপয়সায় বিবেককে দিয়েছে বির্সজন!
হায়! সৃষ্টিকর্তা এ কি দেখছি?
মানবতা, তোমায় কে করিবে অর্জন?
বৃদ্ধ বাবা চিকিৎসার অভাবে বিছানায় পড়ে
দিন রাত্রী করছে পার –
ওদিকে সে নেতার সুরত মঞ্চে কাঁপিয়ে
দিচ্ছে ভাষণ ফিরে তাকায় না একবার।
হায়! সৃষ্টিকর্তা একি মানবতা?
নাকি শ্বসানে পড়ে থাকা লাসের
ভেসে বেড়ানো চিৎকার!
দুঃখীনি মা পথ চেয়ে চেয়ে চোখে পড়লো ছানি
ভুলে গেছি তার কথা-
পেটে ধরলো,যন্ত্রণা সহ্য করে মানুষ করলো
চিন্তায় আসে না তার ব্যাথা।
যাত্রীবাহি গাড়ী নিয়ে রাস্তায় এগিয়ে চলছে
গরীব ড্রাইভার, এদিকে মাঝরাস্তা ধরে হেঁটে
চলেছে মাতবর সাহেবের ছেলে সম্রাটের বেশে
গাড়ির হর্ন না যায় তার কানে হয়তো বা
শুনেও না শুনার ভান করে।
ড্রাইভার তার পাশ ঘেঁষে নিরবে ছুটে চলে!
হায়! সৃষ্টিকর্তা এটা কেমন সভ্যতা
উহ! মানবতা তুমি কোথায়?
বাড়ির কাজের বুয়ার ছোট্ট শিশু এখনো
খিদের জ্বালায় কেঁদে মরে, আর –
পকেটে ওদের বড় নোটের ভাজগুলো শুধু নুয়ে পড়ে।
হায়! সৃষ্টিকর্তা আমি আজও খুঁজি –
মানবতা তুমি কোথায় ?