ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাকিল মাহমুদ এর -কবিতা “মানুষ চেনা দায়”

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ৭৯৪

মানুষ চেনা দায়
শাকিল মাহমুদ শাহিন

বহুরূপী মানুষ আছে
পৃথিবীতে ভাই
কারোর চেহারার সাথে
কারো মিল নাই।

একই মায়ের গর্ভের সন্তান
বিভিন্ন তার রূপ
কেউ হয় বাঁচাল স্বভাবের
কেউ থাকে চুপ।

বর্তমানে এই পৃথিবীতে
মানুষ চেনা দায়
বিপদে পড়ে দেখেন ভাই
কেউ দিবেনা ঠায়।

অভাবে স্বভাব নষ্ট হয়
জগতের রীতি
মনে করেন অতীতকে ভেসে
আসবে স্মৃতি।

নিজে বাঁচার জন্য আবার
অন্যকে দেয় ফেঁসে
দূর থেকে বদমাইশরা যে
মিট মিটিয়ে হাসে।

নরমের উপর গরম ঢালে
শয়তানের দল
গরীব মানুষের মাস্তানেরা
ভাঙ্গে মনোবল।

এই দুনিয়ায় সঠিক বিচার
নাইরে কারো কাছে
উচিত কথা কেউ বলতে গেলে
থাকেনা কেউ পাশে।



নিউজটি শেয়ার করুন








শাকিল মাহমুদ এর -কবিতা “মানুষ চেনা দায়”

আপডেটের সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

মানুষ চেনা দায়
শাকিল মাহমুদ শাহিন

বহুরূপী মানুষ আছে
পৃথিবীতে ভাই
কারোর চেহারার সাথে
কারো মিল নাই।

একই মায়ের গর্ভের সন্তান
বিভিন্ন তার রূপ
কেউ হয় বাঁচাল স্বভাবের
কেউ থাকে চুপ।

বর্তমানে এই পৃথিবীতে
মানুষ চেনা দায়
বিপদে পড়ে দেখেন ভাই
কেউ দিবেনা ঠায়।

অভাবে স্বভাব নষ্ট হয়
জগতের রীতি
মনে করেন অতীতকে ভেসে
আসবে স্মৃতি।

নিজে বাঁচার জন্য আবার
অন্যকে দেয় ফেঁসে
দূর থেকে বদমাইশরা যে
মিট মিটিয়ে হাসে।

নরমের উপর গরম ঢালে
শয়তানের দল
গরীব মানুষের মাস্তানেরা
ভাঙ্গে মনোবল।

এই দুনিয়ায় সঠিক বিচার
নাইরে কারো কাছে
উচিত কথা কেউ বলতে গেলে
থাকেনা কেউ পাশে।