আশা আকতার মিম -এর কবিতা “তুমি চেয়েছিলে”

নিউজ রুম
- আপডেটের সময় : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ৬১৯
- তুমি চেয়েছিলে
আশা আক্তার মিম
তুমি চেয়েছিলে ভোরের হাওয়া আসুক
দক্ষিণের ঐ খোলা জানালার পাশে,
একটু শীতল হাওয়া বয়ে যাক চারিদিকে
প্রকৃতি সেজে উঠুক
নানান রং-বেরঙের সাজে।
তুমি চেয়েছিলে বলেই আমার ঘুম ভাঙলো
চারিদিকে দেখি –
নিত্য নতুন পাখিদের কলকাকলি।
আনন্দের ধারা বয়ে গেলো,
বয়ে গেলো আমার অন্তরে-বাহিরে।
তুমি চেয়েছিলে বলেই,
খারাপ লাগা দুপুর হলো বিকেল,
তোমার একটু চাওয়াতেই যেন
সাঝের মায়া নিয়ে সন্ধ্যা আসে নেমে
তুমি চেয়েছিলে বলেই তো,
রাত্রি হলো কালো
আকাশে যেন ছেয়ে গেলো
পূর্ণিমারই চাঁদের আলো।
চারিদিকে মিটিমিটি করে জ্বললো তাঁরা,
আর, নিভু জোনাকির আলো।
তুমি চেয়েছিলে সেদিন
আমি যেন লিখি কবিতা,
লিখবো কবিতা চাইবে যখন তুমি,
তোমার একটু চাওয়াতেই যেন
কবিতা লিখে কবি হলাম আমি।