কবি ইমরান সিকদার-এর কবিতা “ভালোবাসা কারে বলে”

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ৬৩০
ভালোবাসা কারে বলে
-ইমরান সিকদার
সখি
ভালোবাসা কারে বলে আমি জানিনা,
শুধু এইটুকু জানি,
তোমাকে দেখার পর থেকে, বুকের ঠিক মাঝখানে যে হৃদয়টা আছে,
তা বিদ্যুৎবেগে চমকে দিল,
তাহলে কি ধরে নিব, ওটার নাম মন ছিল।
সখী
সত্যি বলছি, ভালোবাসা কারে বলে, আমি বলে জানিনা,
শুধু এইটুকু জানি, তোমাকে কাছে পাবার পর, শরীরের প্রতিটি শিরা শিউরে উঠেছিল, হয়তো ওটার নাম আবেগ।
সখি
ভালোবাসা কারে বলে আমি জানিনা,
শুধু এইটুকু জানি, আমার কন্ঠে যে ধ্বনি, সে তোমারি সুর, হতে পারে ওটার নাম প্রেম, ভালোবাসা
সখি,
সত্যি যদি ওটার নাম ভালোবাসা হয়ে থাকে, তাহলে বায়না ধরে বলছি, আমি তোমাকে চাই তোমাকে আমার পেতেই হবে, তোমাকে না পেলে,
অসমাপ্ত থেকে যাবে, আমার পৃথিবী………!