অর্পণ বড়ূয়া এর কবিতা “ফেরার অপেক্ষা “

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ৬৫০
ফেরার অপেক্ষা
অর্পণ বড়ুয়া
অসিত নীরোদে ঢাকা আকাশ
বাইরে বইছে মৃদু বাতাস।
পবনে উড়ছে ধুলো আর বালি
রাস্তাঘাট হয়েছে একদম খালি।
উড়ন্ত বিহগ কিচিরমিচির ডাকা
নিরাপদে সকল প্রানী বাড়ি যাক।
ফুলের পুষ্পরস নিয়ে মৌমাছি
আপন মনে ছুটছে নাচি নাচি।
শুরু হলো বজ্রপাতের শব্দ
সকল প্রানী ভয়ে বাকরুদ্ধ।
বজ্রপাতের হালকা আলো
বাকি সবকিছু একদম কালো।
আরম্ভ হলো অঝোর ধারায় বৃষ্টি
ঠান্ডা সমীর লাগছে খুব মিষ্টি।
প্রকৃতির অপরুপ এক সৃষ্টি
একমুহূর্তে ধুলো থেকে মুক্তি।
কিছু পাখি ফিরে এলোনা ঘরে
হয়তোবা গেল ঝড়বৃষ্টিতে মরে।
তাদের ফেরার অপেক্ষা করে
কিছু পাখি এখনো বসে আছে ঘরে।