কমলনগর থেকে উপ-নির্বাচনে জেলা পরিষদ সদস্য হলেন গিয়াস উদ্দিন মোল্লা
নিউজ রুম
- আপডেটের সময় : ০২:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ৬২৭
কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা পরিষদের ৫নং ওয়ার্ড (কমলনগর) উপ-নির্বাচনে জয় লাভ করেছেন গিয়াস উদ্দিন মোল্লা। সোমবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১৮ ভোটের মধ্যে ১১৭ ভোটার কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ওয়ার্ডের নির্বাচিত সদস্য মনিরুল ইসলাম রিপুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন মোল্লা পেয়েছেন ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানিয়া বেগম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। এছাড়া কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ নুর নবী চৌধুরী হাতি প্রতীকে কোন ভোট পাননি।

























