২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহিপুরে আলোচনা সভা ও দোয়া

- আপডেটের সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ৬২৮
মোঃ মনিরুল ইসলাম, মহিপুর, পটুয়াখালীঃ পটুয়াখালীর মহিপুরে যুব লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মহিপুর থানা যুব লীগের স্থায়ী কার্লযালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদাউস হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাব সভাপতি ও থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, মহিপুর থানা যুবলীগ সদস্য ছিদ্দিক মোল্লা, শাহরিয়ার সুমন, যুগ্ম আহবায়ক মনির হাওলাদার সহ মহিপুর ইউনিয়ন ও কুয়াকাটা পৌর যুবলীগের নেতা কর্মীরা। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহিপুর থানা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ অনুষ্ঠিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করা হয়। এই হামলার পরিকল্পনাকারী ও খুনিরা দেশে বিদেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সব পরিকল্পনাকারী ও খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসির দাবী করছি।’
ষড়যন্ত্রকারীরা এখনও প্রসাশনে ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান তিনি।