সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- আপডেটের সময় : ০৭:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৬৫৪
বিশেষ প্রতিবেদকঃ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িত সকল আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুনের ঘটনা বেড়েই চলেছে। এছাড়াও সাংবাদিকদের সত্যউদঘাটন ব্যাহত করতে অযাচিত ভাবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। একের পর এক সাংবাদিক হত্যা করা হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। সাংবাদিক সাগর-রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটিরও বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা আরও দীর্ঘ করছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। তাই সাংবাদিক নাদিমসহ উল্লেখিত নিহত সাংবাদিকদের হত্যায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জোর দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
এসময় অন্যানের মধ্যে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ হোসাইন আমির, মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ বশির উল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।